thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

রাজধানীতে এসআই গুলিবিদ্ধ

২০১৮ নভেম্বর ২৭ ১৬:৩৭:৪৯
রাজধানীতে এসআই গুলিবিদ্ধ

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর গুলিস্তানে সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুর রহমান দুই পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে বা কারা গুলি করেছে, তা এখনো জানা যায়নি।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে ওবায়দুরকে হাসপাতালে নেওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. আলাউদ্দিন জানান, পুলিশের লোকজন একজন গুলিবিদ্ধ পোশাক পরা পুলিশ সদস্যকে চিকিৎসা দিতে নিয়ে আসেন। তাঁর দুই উরুতে গুলির চিহ্ন রয়েছে, তবে এক্স-রে রিপোর্ট পাওয়ার পর তা নিশ্চিত হওয়া যাবে।

এর মধ্যে পুলিশের কর্মকর্তারা ওই এসআইকে ঢাকা মেডিকেল থেকে নিয়ে যান। তবে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, তা বলেননি পুলিশ কর্মকর্তারা। গুলিবিদ্ধ এসআইকে অন্য কোনো হাসপাতালে নেওয়া হয়ে থাকতে পারে।

(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ২৭, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর