thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি 25, ২৩ মাঘ ১৪৩১,  ৭ শাবান 1446

রিটার্নিং কর্মকর্তাদের গণমাধ্যমে কথা না বলার নির্দেশ

২০১৮ নভেম্বর ২৭ ১৭:০৩:১৪
রিটার্নিং কর্মকর্তাদের গণমাধ্যমে কথা না বলার নির্দেশ

দ্য রিপোর্ট প্রতিবেদক: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তাদেরকে গণমাধ্যমের সঙ্গে কথা না বলার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির উপ-সচিব আব্দুল হালিম খান স্বাক্ষরিত এক চিঠিতে গত ২২ নভেম্বর এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাদেন চাকরি বর্তমানে নির্বাচন কমিশনের অধীনে। তাই নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ পর্যন্ত তারা ইসির অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।

চিঠিতে আরও বলা হয়েছে, নির্বাচন কমিশনের সম্মতি ছাড়া কর্মকর্তারা সরকারের কোনও উন্নয়ন, প্রশাসনিক ও নির্বাচন সংক্রান্ত কোনও ব্রিফিংয়ে অংশগ্রহণ করতে পারবেন না।

নির্বাচন কমিশন থেকে নির্দেশনা সম্বলিত চিঠিটি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব, সব মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ও সচিব, সব বিভাগীয় কমিশনার, সব জেলা প্রশাসক, সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জ্যেষ্ঠ জেলা নির্বাচন অফিসার এবং জেলা নির্বাচন অফিসারদের কাছে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ২৭, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর