thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১,  ১৭ জমাদিউস সানি 1446

হেপাটাইটিস রোগীকে বিনামূল্যে ওষুধ দেবে বিএসএমএমইউ

২০১৮ নভেম্বর ২৭ ১৯:৩১:৫১
হেপাটাইটিস রোগীকে বিনামূল্যে ওষুধ দেবে বিএসএমএমইউ

দ্য রিপোর্ট প্রতিবেদক: হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত রোগীকে বিনামূল্যে ওষুধ দেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ডা. মিল্টন হলে বিএসএমএমইউ এর উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া এই কার্যক্রমের উদ্বোধন করেন।

জানা যায়, বিএসএমএমইউ শুরুতে হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত ১০ রোগীর প্রত্যেককে প্রায় লাখ টাকার ওষুধ প্রদানের মাধ্যমে বিনামূল্যে ওষুধ বিতরণ করবে। হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত আরও ৫ শতাধিক রোগীকে এই ওষুধ বিনামূল্যে প্রদান করা হবে, যার আর্থিক মূল্য প্রায় ৫ কোটি টাকা। তবে বিশ্ববাজারে এর আর্থিক মূল্য প্রায় শতগুণ।

প্রধান অতিথির বক্তব্যে বিএসএমএমইউ এর উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, ‘একটি জনকল্যাণমুখী রাষ্ট্র ও সরকার এবং মানবদরদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষেই এই ধরণের মহৎ কার্যক্রম গ্রহণ করা সম্ভব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন উন্নয়নের রাজনীতি করেন, তেমনই তিনি বিশ্ব মানবতার দরদি নেতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অতি দরিদ্র তহবিলে দরিদ্র রোগীদের চিকিৎসার জন্য আরও ১০ কোটি টাকা প্রদান করেছেন, যা তার মমতা ও মহত্বের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।’

বিএসএমএমইউ এর উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার বলেন, ‘মুখে খাওয়ার অ্যান্টি ভাইরাল ওষুধে সি ভাইরাসে আক্রান্ত ৯০ শতাংশেরও বেশি রোগী আরোগ্য লাভ করছেন। এটা চিকিৎসা বিজ্ঞানের জগতে এক কল্যাণধর্মী বিস্ময়কর আবিষ্কার। এখন থেকে বিএসএমএমইউ বিনামূল্যে এই ওষুধ রোগীদের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে এক মহৎ উদ্যোগে সামিল হলো।’

বিএসএমএমইউ এর হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল বলেন, ‘সারা বাংলাদেশের যত হেপাটাইটিস আক্রান্ত রোগী আছে, তারা বিএসএমএমইউতে যোগাযোগ করলেই ওষুধ দেওয়া হবে। সাধারণত হেপাটাইটিসের চিকিৎসা ৬ থেকে ২৪ সপ্তাহ সময় লাগে। যাদের হেপাটাইটিস আছে, তাদের চিকিৎসা ১২ সপ্তাহের। আর যাদের লিভার সিরোসিস আছে, তাদের চিকিৎসা ২৪ সপ্তাহের। ১২ সপ্তাহের জন্য খরচ হবে ৮৪ হাজার টাকা। আর ২৪ সপ্তাহের চিকিৎসার জন্য রোগীর পেছনে খরচ হবে ১ লাখ ৬৮ হাজার টাকা।’

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি (লিভার) বিভাগ ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদফতরের যৌথ উদ্যোগে এই কার্যক্রম চালু হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএমএমএমইউ এর উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, স্বাস্থ্য অধিদফতরের পরিচালক অধ্যাপক ডা. সানিয়া তাহমিনা, বিএসএমএমইউ এর রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, হেপাটোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. সেলিমুর রহমান, প্রমুখসহ হেপাটোলজি বিভাগের শিক্ষক, চিকিৎসক ও ছাত্রছাত্রীরা।

(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ২৭,২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

স্বাস্থ্য এর সর্বশেষ খবর

স্বাস্থ্য - এর সব খবর