thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

এহছানুল হক মিলনের জামিন নামঞ্জুর

২০১৮ নভেম্বর ২৭ ২১:১২:৪৪
এহছানুল হক মিলনের জামিন নামঞ্জুর

চাঁদপুর প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনকে নির্বাচনী ব্যয়ের রিটার্ন নির্দিষ্ট সময়ে দাখিল না করা সংক্রান্ত মামলায় জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।

চাঁদপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শফিউল আজমের আদালতে মঙ্গলবার দুপুরে মামলার শুনানি অনুষ্ঠিত হয়। আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে মিলনকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

মিলনের আইনজীবী কামরুল ইসলাম জানান, নির্বাচনী ব্যয়ের রিটার্ন নির্দিষ্ট সময়ে দাখিল না করায় ২০০৯ সালে সাবেক জেলা নির্বাচন অফিসার মেজবা উদ্দিন বাদী হয়ে জনপ্রতিনিধি অধ্যাদেশ ধারায় চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করেন।

এর আগে সোমবার চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালত ও অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬টি মামলায় জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করেন।

মিলনের বিরুদ্ধে খুন, ভ্যানিটি ব্যাগ চুরি, জুতা চুরি, ছিনতাইসহ চাঁদপুরের বিভিন্ন আদালতে মোট ২৬টি মামলা চলমান রয়েছে।

চাঁদপুর আদালতের কোর্ট ইন্সপেক্টর মো. মামুনুর রশিদ জানান, দীর্ঘদিন দেশের বাইরে থাকা সাবেক মন্ত্রী মিলন সম্প্রতি দেশে ফিরলে শুক্রবার তাকে চট্টগ্রামের চট্টেশ্বরী এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

চাঁদপুর-১ আসনে সাবেক প্রতিমন্ত্রী মিলন এবার বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ২৭, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর