thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

সিরাজগঞ্জে ২ ট্রাকের সংঘর্ষ, নিহত ২

২০১৮ নভেম্বর ২৯ ০৮:৩৪:২১
সিরাজগঞ্জে ২ ট্রাকের সংঘর্ষ, নিহত ২

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুজন।

বুধবার (২৮ নভেম্বর) রাত সোয়া ১টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সায়দাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আবদুল হামিদ জানান, রাত সোয়া ১টার দিকে উত্তরবঙ্গ থেকে একটি রডবাহী ট্রাক ঢাকায় যাচ্ছিল। পথে ওই এলাকায় বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে রডবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ২৯, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর