thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

লিভারপুলকে হারালো পিএসজি, নেইমারের রেকর্ড

২০১৮ নভেম্বর ২৯ ০৯:০৩:২০
লিভারপুলকে হারালো পিএসজি, নেইমারের রেকর্ড

দ্য রিপোর্ট ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগের হাইভোল্টেজ ম্যাচে লিভারপুলকে ২-১ গোলে হারিয়েছে পিএসজি। এ জয়ে নকআউট পর্বের আশা জিইয়ে রেখেছে ফরাসি চ্যাম্পিয়নরা। আর তাদের জয়ের ফলে জমে উঠেছে ‘সি’ গ্রুপের লড়াই।

ম্যাচে পিএসজি’র হয়ে জয়সূচক গোলটি করেন নেইমার। এর মাধ্যমে চ্যাম্পিয়ন্স লিগে কোনো ব্রাজিলিয়ান হিসেবে সর্বোচ্চ ৩১ গোলের রেকর্ড গড়লেন তিনি।

৩০ গোল নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন কাকা, আর তৃতীয় অবস্থানে থাকা রিভালদোর গোল ২৭টি।

পার্ক দে প্রিন্সেসে ম্যাচের মাত্র ১৩ মিনিটেই এগিয়ে যায় পিএসজি। হুয়ান বের্নাতের গোলে এগিয়ে যাওয়ার পর ৩৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার।

তবে প্রধমার্ধেই এক গোল পরিশোধ করে লিভারপুল। অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে জেমস মিলনারের পেনাল্টিতে ম্যাচে ফেরে লিভারপুল। ডি বক্সে সাদিও মানেকে আর্জেন্টাইন মিডফিল্ডার ডি মারিয়া ফাউল করলে পেনাল্টিটি পায় অতিথিরা।

বিরতির পর আক্রমণ পাল্টা আক্রমণ হলেও আর কোনো দল গোলের দেখা না পেলে ২-১ গোলের জয় দিয়ে মাঠ ছাড়ে পিএসজি।

গত সেপ্টেম্বরে লিভারপুলের মাঠে ৩-২ গোলে হেরে পথ চলা শুরু হয়েছিল নেইমারের প্যারিস সেইন্ট জার্মেই’র।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ২৯, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর