thereport24.com
ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল 25, ১৭ বৈশাখ ১৪৩২,  ২ জিলকদ  1446

প্রার্থীর দলীয় পরিচয় মুখ্য নয় : সিইসি

২০১৮ নভেম্বর ২৯ ১১:১৮:০০
প্রার্থীর দলীয় পরিচয় মুখ্য নয় : সিইসি

দ্য রিপোর্ট প্রতিবেদক : একজন প্রার্থী যখন নির্বাচনের মাঠে নামবেন তখন তাকে কেবল একজন প্রার্থী হিসেবে দেখতেই সরকারি কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। তিনি বলেন, প্রার্থীকে প্রার্থী হিসেবেই বিবেচনা করতে হবে।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচিতে একথা বলেন তিনি।

সরকারি কর্মকর্তাদের সিইসি বলেন, ‘প্রার্থীরা যখন থেকে নির্বাচনের মাঠে যাবেন তখন থেকে তার পরিচয় প্রার্থী। তখন আর দল বা একক ব্যক্তির কোনো পরিচয় নেই। তিনি শুধু একটি মার্কা বা প্রতীকের প্রার্থী। ফলে তিনি যেই হন না কেন, যে দলেরই হন না কেন তাকে অন্য সবার সাথে সমানভাবে দেখতে হবে।’

নির্বাচন কমিশনের প্রত্যাশা ছিল এবার দেশে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে। সেই আশা পূরণ হয়েছে বলে উল্লেখ করে সিইসি বলেন, আশা ছিল প্রতিযোগীতামূলক নির্বাচন হবে, অংশগ্রহণ মূলক নির্বাচন হবে। সেই পরিবেশ সৃষ্টি হয়েছে।

প্রভাবশালী প্রার্থীরাও রিটার্নিং কর্মকর্তার কাছে গিয়ে সুশৃঙ্খলভাবে প্রার্থীতা জমা দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

এসময় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ও নিরপেক্ষতা বজায় রাখতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনার।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ২৯, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর