thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

কাশেম ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ অনুমোদন

২০১৮ নভেম্বর ২৯ ১২:৫৫:০৮
কাশেম ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ অনুমোদন

দ্য রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেয়ার হোল্ডারদের জন্য ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস। ৩০ জুন, ২০১৮ সালের সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানির পর্ষদ।

আজ বৃহস্পতিবার রাজধানীর রাওয়া কমপ্লেক্সে কোম্পানির ৩৭তম বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডাদের জন্য এই লভ্যাংশ অনুমোদন করা হয়।

আলোচ্য সময়ে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫১ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৮২ পয়াসা। এদিকে কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) দাড়িয়েছে ৩৫ টাকা ২৫ পয়সা।

বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান আনুয়ারুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন কোম্পানির ব্যাবস্থাপনা পরিচালক (এমডি)তানভির উল ইসলাম, পরিচালক নাফিসা কশেস, সামিদ কাশেম, সামিরা রোকাইয়া কাশেম প্রমুখ।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ২৯, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর