thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

মাগুরা-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী কারাগারে

২০১৮ নভেম্বর ২৯ ১৬:১৮:৪৬
মাগুরা-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী কারাগারে

মাগুরা প্রতিনিধি: বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী মনোয়ার হোসেন খানকে পেট্রল বোমা হামলার মামলায় জেলহাজতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার সকালে জামিন নিতে মাগুরা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হলে তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।

২০১৫ সালের ২১ মার্চ মাগুরায় সদর উপজেলার মঘিরঢাল এলাকায় পেট্রল বোমা হামলায় পাঁচ বালু শ্রমিক নিহত হন। ওই ঘটনায় বিএনপি-জামাতের ২৬ জনের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় বিএনপি নেতা মনোয়ার হোসেন খান দুই নম্বর আসামি।

মাগুরা জেলা বিএনপির সাবেক সহসভাপতি মনোয়ার হোসেন খান বৃহস্পতিবার আদালতে জামিনের জন্য আবেদন করলে মাগুরা জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

মাগুরা-১ আসনের বিএনপি দলীয় প্রার্থী মনোয়ার হোসেন খানের আইনজীবী শাহেদ হাসান টগর বলেন, মনোয়ার হোসেন খান স্ত্রীর অসুস্থতার কারণে অনেক দিন ধরেই সিঙ্গাপুরে অবস্থান করছিলেন।

কিন্তু সংসদ নির্বাচনে তিনি অধিক জনপ্রিয় হওয়ায় বিএনপি তাকে মনোনয়ন দেয়। এ কারণেই তিনি দেশে ফিরে মনোনয়নপত্র দাখিলের পর জামিনের জন্য আদালতে হাজির হন।

(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ২৯, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর