thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

যুক্তরাষ্ট্র ৪৪টি 'থাড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা' দেবে সৌদিকে

২০১৮ নভেম্বর ২৯ ১৮:৫৯:১২
যুক্তরাষ্ট্র ৪৪টি 'থাড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা' দেবে সৌদিকে

দ্য রিপোর্ট ডেস্ক: আঞ্চলিক হুমকি মোকাবেলায় সৌদি আরবকে ৪৪টি অত্যাধুনিক থাড ক্ষেপণাস্ত্রব্যবস্থা দেবে যুক্তরাষ্ট্র। এ জন্য সৌদি আরবকে দেড় হাজার কোটি ডলার খরচ করতে হবে। দুই দেশের মধ্যে এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নাম প্রকাশে অনিচ্ছুক এক মুখপাত্রের বরাদ দিয়ে এ খবর দিয়েছে ইরানি গণমাধ্যম আইআরআই

পররাষ্ট্র দফতরের ওই মুখপাত্র বুধবার জানান, সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা চলতি সপ্তাহে গুরুত্বপূর্ণ দলিলে সই করেছেন। এ চুক্তির আওতায় সৌদি আরব ৪৪টি থাড লাঞ্চারের বিশাল বহর হাতে পাবে।

ওইসব থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার সঙ্গে প্রয়োজনীয় ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদিও থাকবে বলে তিনি জানান।

মার্কিন মুখপাত্র বলেন, সৌদি আরব যে আঞ্চলিক হুমকির মুখে রয়েছে তা মোকাবেলার জন্য রিয়াদের সঙ্গে দীর্ঘমেয়াদি নিরাপত্তা রক্ষার বিষয়টি সমর্থন করবে এই চুক্তি।

(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ২৯, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর