thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

অর্থমন্ত্রীর বাসায় সৌজন্য সাক্ষাতে আওয়ামী লীগ-বিএনপি প্রার্থী

২০১৮ নভেম্বর ২৯ ১৯:০৪:২২
অর্থমন্ত্রীর বাসায় সৌজন্য সাক্ষাতে আওয়ামী লীগ-বিএনপি প্রার্থী

সিলেট প্রতিনিধি: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী।

এসময় একই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. এ কে আবদুল মোমেনও উপস্থিত ছিলেন। এসময় তারা সিলেটের রাজনৈতিক সম্প্রীতির ঐতিহ্য নিয়ে কথা বলেন।

বৃহস্পতিবার সিলেট নগরীর ধোপাদিঘীরপারস্থ অর্থমন্ত্রীর হাফিজ কমপ্লেক্সে দেখা করেন ইনাম আহমদ চৌধুরী।

ইনাম আহমদ চৌধুরীর সঙ্গে ঘনিষ্ট সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি সালেহ আহমদ খসরু এ তথ্য জানান।

ইনাম আহমদ চৌধুরী সিলেট-১ আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন বলে অর্থমন্ত্রীকে জানান। প্রার্থী হওয়ায় অর্থমন্ত্রী তাকে স্বাগত জানান। পরে মিষ্টি ও নাস্তা খেয়ে অর্থমন্ত্রীর বাসা থেকে বিদায় নেন তিনি।

জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ১ আসনে লড়বেন এ দুজন প্রার্থী। বুধবার সিলেটের রিটার্নিং অফিসারের কাছে তারা মনোনয়নপত্র জমা দেন। তবে বিএনপি থেকে এই আসনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল মোক্তাদিরও মনোনয়নপত্র জমা দিয়েছেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ২৯, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর