thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

নওগাঁয় জোড়া লাগানো জমজ শিশুর জন্ম

২০১৮ নভেম্বর ২৯ ১৯:২৩:২০
নওগাঁয় জোড়া লাগানো জমজ শিশুর জন্ম

নওগাঁ প্রতিনিধি: জেলার মান্দায় জোড়া লাগানো অবস্থায় জমজ দুই কন্যা শিশুর জন্ম হয়েছে। বর্তমানে প্রসূতিসহ বাচ্চাদুটি সুস্থ রয়েছে বলে জানিয়েছে ক্লিনিক কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সকাল ৯টা ৪০ মিনিটে উপজেলার ফয়সাল ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশু দুটির জন্ম হয়। সংবাদটি ছড়িয়ে পড়লে শিশু দুটিকে এক নজর দেখার জন্য উৎসুক মানুষের ভিড় জমে যায় ক্লিনিকে।

ফয়সাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক জিয়াউর রহমান জিয়া জানান, প্রসব বেদনা নিয়ে উপজেলা চককামদেব গ্রামের সবুজ হোসেন সরদারের স্ত্রী ফরিদা বেগম (২৫) বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ক্লিনিকে ভর্তি হন। অবস্থা সংকটাপন্ন হওয়ায় জরুরি ভিত্তিতে তার অপারেশন করানো হয়। অপারেশনের মাধ্যমে জোড়া লাগানো জমজ শিশুর জন্ম দেন ফরিদা। পরে উন্নত চিকিৎসার জন্য মা ও শিশু দুটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ক্লিনিকের চিকিৎসক আব্দুস সোবহান জানান, অপারেশনের পর প্রসূতি ও বাচ্চা দুটি সুস্থ রয়েছে। আধুনিক চিকিৎসা ব্যবস্থায় অপারেশনের মাধ্যমে শিশু দুটিকে আলাদা করা সম্ভব।

(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ২৯, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর