thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

শরীয়তপুরে আগুনে পুড়ল ১৫টি দোকান, নিহত দুই

২০১৮ নভেম্বর ৩০ ০৯:৩৮:১৭
শরীয়তপুরে আগুনে পুড়ল ১৫টি দোকান, নিহত দুই

শরীয়তপুর প্রতিনিধি: জেলার সদর উপজেলার একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এতে ১৫টি দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তদের দাবি এই আগুনে তাদের ৫০ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে।

শুক্রবার ভোর চারটার দিকে উপজেলার পালং উত্তর বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নারায়ণ ঘোষের মিষ্টি দোকানের দুই কর্মচারী পলাশ ও দেবদাস। তাদের বাড়ি মাদারীপুর জেলায়।

জানা যায়, বৃহস্পতিবার রাত চারটার দিকে পালং উত্তর বাজারের নারায়ণ ঘোষের মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে আরও ১৪টি দোকান আগুনে পুড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে নারায়ণ ঘোষের দোকান থেকে প্রায় আঙ্গার অবস্থায় পলাশ ও দেবদাসের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

পুড়ে যাওয়া দোকানের মালিকদের দাবি তাদের প্রায় ৫০ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ৩০, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর