thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

ইসরাইলি যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করল সিরিয়া

২০১৮ নভেম্বর ৩০ ১১:১৫:৪৩
ইসরাইলি যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করল সিরিয়া

দ্য রিপোর্ট ডেস্ক: সিরিয়ায় বিমান প্রতিরক্ষা বাহিনী একটি ইসরাইলি যুদ্ধবিমান ও চারটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। রুশ বার্তা সংস্থা আরআইএর বরাতে রয়টার্স এমন তথ্য জানিয়েছে।

তবে ইসরাইলি সামরিক বাহিনী এমন তথ্যকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছে।

সূত্র জানায়, রাজধানী দামেস্কোর কিশওয়াহ শহর লক্ষ্যবস্তু করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইসরাইল। কিন্তু আঘাত হানার আগেই তা ভূপাতিত করা হয়।

ইসরাইলি সীমান্ত বরাবর দক্ষিণ সিরিয়ায় ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর ঘাঁটি বলে পরিচিত কিশওয়াহ শহরে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইহুদি রাষ্ট্রটি।

সিরিয়ায় ইরানের উপস্থিতি নিজের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে অবৈধ রাষ্ট্র ইসরাইল। গত সাত বছরের সিরীয় যুদ্ধে বিভিন্ন সময় ইরানি লক্ষ্যবস্তুতে কয়েক হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী টুইটারে দেয়া এক বিবৃতিতে জানিয়েছে, সিরিয়ার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্র গোলান হাইটসের উন্মুক্ত স্থানে গিয়ে পড়েছে।

এর আগে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে- কিশওয়াহ শহরের ওপর উড়তে থাকা শত্রুর লক্ষ্যবস্তুকে গুলি করে নামিয়েছে সিরিয়ার প্রতিরক্ষা বাহিনী। আগ্রাসনের তীব্রতা সত্ত্বেও আমরা তাদের লক্ষ্য ব্যর্থ করে দিয়েছি।

এ অঞ্চলের সঙ্গে পরিচিত সিরিয়ার এক বিরোধী নেতা বলেন, কিশওয়াহ শহরটি গোলান হাইটসের কাছে হওয়ায় এটি ইরানি সমর্থিত মিলিশিয়া সংগ্রহের কেন্দ্রভূমিতে পরিণত হয়েছে। এ ছাড়া ইসরাইলের সঙ্গে কৌশলগত সীমান্তে তাদের মোতায়েন করা হয়েছে।

রয়টার্সকে সাইদ সেইফ বলেন, হিজবুল্লাহর সদস্য সংগ্রহের অঞ্চল হওয়ায় সিরিয়ার এখান সেনা ব্যারাককে লক্ষ্যবস্তু বানিয়ে আসছে ইসরাইল। এমনকি কানিয়াত্রায় হিজবুল্লাহ তাদের সেনাদের মোতায়েন করে রেখেছে।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অন্যতম মিত্র ইরান। এ ছাড়া দেশটি বেশি কয়েকটি মিলিশিয়া গ্রুপ ও তাদের মিত্রদের সমর্থন জানিয়ে আসছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ৩০, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর