thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

ডিআরইউ নির্বাচনে সভাপতি ইলিয়াস, সম্পাদক কবির

২০১৮ নভেম্বর ৩০ ২০:২১:১৫
ডিআরইউ নির্বাচনে সভাপতি ইলিয়াস, সম্পাদক কবির

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে সভাপতি পদে এসএটিভির ইলিয়াস হোসেন ও সাধারণ সম্পাদক পদে বাসসের কবির আহমেদ খান নির্বাচিত হয়েছেন।

সভাপতি পদে ইলিয়াস হোসেন ভোট পেয়েছেন ৬৪১। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একাত্তর টেলিভিশনের মনির হোসেন লিটন পেয়েছেন ৪৯৬ ভোট। সাধারণ সম্পাদক পদে কবির পেয়েছেন ৪৫০ ভোট। তার নিকটতম দুই প্রতিদ্বন্দ্বী এশিয়ান মেইল ২৪ ডটকমের রিয়াজ চৌধুরী ৪৪০ ও মানবকণ্ঠের শেখ জামাল ২৪৫ ভোট পেয়েছেন।

শুক্রবার রাজধানীর সেগুনবাগিচার ডিআরইউ কার্যালয়ে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। মাঝে এক ঘণ্টা জুমার নামাজের বিরতি দেওয়া হয়। উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট দেন। এক হাজার ৪৭৭ ভোটারের মধ্যে এক হাজার ১৪৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন। পাঁচটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ২১ পদের মধ্যে ১৬টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ২৮ প্রার্থী। নারীবিষয়ক সম্পাদক পদে সমকালের সাজিদা ইসলাম পারুল ৬৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশনের চেয়ারম্যান নিউজ টুডের সাবেক সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদের নেতৃত্বে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ডিইউজের সাবেক সভাপতি এম শাজাহান মিয়া, একুশে টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুরুল আহসান বুলবুল, বাংলাদেশ প্রতিদিনের যুগ্ম-সম্পাদক আবু তাহের এবং সাংবাদিক নেতা এম এ আজিজ। ভোট গ্রহণ শেষে রাতে ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার মনজুরুল আহসান বুলবুল।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন-সহসভাপতি খোন্দকার কাওছার হোসেন, অর্থ সম্পাদক জিয়াউল হক সবুজ, সাংগঠনিক সম্পাদক আফজাল বারী, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক আবদুল হাই তুহিন, ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম শামীম এবং সাংস্কৃতিক সম্পাদক মো. এমদাদুল হক খান। কার্যনির্বাহী কমিটির সাত সদস্য পদে নির্বাচিতরা হলেন-মহিউদ্দিন, খালিদ সাইফুল্লাহ, বিএম নূর আলম (বাদল নূর), মোহাম্মদ নঈমুদ্দীন, মোহাম্মদ মাকসুদুল হাসান, রাশেদুল হক ও মো. শাহাবুদ্দিন মাহতাব।

যুগ্ম সম্পাদক পদে জামিউল আহসান সিপু, দপ্তর সম্পাদক পদে মো. জেহাদ হোসেন চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে শেখ মাহমুদ এ রিয়াত, আপ্যায়ন সম্পাদক পদে এএচএম আকতার, কল্যাণ সম্পাদক পদে কাওসার আজম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/একেএমএম/নভেম্বর ৩০, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

গণমাধ্যমের খবর এর সর্বশেষ খবর

গণমাধ্যমের খবর - এর সব খবর