thereport24.com
ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল 25, ৬ বৈশাখ ১৪৩২,  ২০ শাওয়াল 1446

টেকনাফে বদির গাড়িতে গুলি

২০১৮ ডিসেম্বর ০১ ০০:২৮:৪৮
টেকনাফে বদির গাড়িতে গুলি

টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলায় সংসদ সদস্য (এমপি) আবদুর রহমান বদির গাড়িতে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি বলে জানা গেছে।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উখিয়া থেকে টেকনাফ ফেরার পথে হোয়াইক্যং ইউনিয়ের কাঞ্জরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, উখিয়া থেকে টেকনাফ ফেরার পথে হোয়াইক্যং ইউনিয়ের কাঞ্জরপাড়া এলাকার ব্রিজের ওপর পৌঁছলে দুর্বৃত্তরা বদির গাড়ি লক্ষ্য করে পেছন থেকে গুলি চালায়। এতে গাড়ির কাঁচ ভেঙে যায়।

এ সময় গাড়িতে ছিলেন— এমপি বদি, টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর ফরিদুল আলম ও ড্রাইভার।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস বলেন,‘এমপির গাড়িতে হামলার খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে।’

(দ্য রিপোর্ট/একেএমএম/নভেম্বর ৩০,২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর