thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

বুধবার সোস্যাল ইসলামী ব্যাংকের শুনানি

২০১৩ নভেম্বর ০৯ ১১:৫২:০০
বুধবার সোস্যাল ইসলামী ব্যাংকের শুনানি

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : পুঁজিবাজারের ব্যাংকিং খাতের তালিকাভুক্ত কোম্পানি সোস্যাল ইসলামী ব্যাংককে বুধবার শুনানিতে তলব করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন(বিএসইসি)।

সিকিউরিটিজ আইনানুসারে চলতি বছরের ৩০ জুন সমাপ্ত অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন দাখিল না করায় কোম্পানিটিকে শুনানিতে তলব করা হয়।

গত ৪ নভেম্বর বিকেলে বিএসইসির উপ-পরিচালক মোহাম্মদ সিদ্দিকুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি ইস্যু করা হয় বলে জানা গেছে।

সিকিউরিটিজ নির্দেশনা লঙ্ঘন করায় কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক, সচিব ও অন্য পরিচালকদেরকেও শুনানিতে তলব করা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ১৩ নভেম্বর সোস্যাল ইসলামী ব্যাংকে শুনানিতে তলব করা হয়েছে। সকাল সোয়া ১১টায় বিএসইসির কমিশনারের (এনফোর্সমেন্ট) রুমে এ শুনানি অনুষ্ঠিত হবে। নির্দেশনা লঙ্ঘনের কারণে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯ এর ২২ ধারা অনুসারে শুনানিতে তলব করা হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, সিকিউরিটিজ আইনানুসারে গত ৩০ জুন সমাপ্ত অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন দাখিল না করায় কেন সোস্যাল ইসলামী ব্যাংকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে না তা লিখিত আকারে ও সফট কপি কমিশনে দাখিল করতে হবে।

এছাড়া এ প্রাসঙ্গিক অন্যান্য সকল প্রকার তথ্যাদি সঙ্গে আনতে হবে। আর ওই সমাপ্ত অর্ধবছর পর্যন্ত কোম্পানির পরিচালকদের তালিকা সঙ্গে আনতে বলা হয়েছে।

(দিরিপোর্ট২৪/এনটি/এমসি/০৯ নভেম্বর ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর