thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১,  ১৭ জমাদিউস সানি 1446

পার্লারে নয়, বাড়িতে পাবেন নিখুঁত ত্বক

২০১৮ ডিসেম্বর ০১ ১৩:০৭:১৩
পার্লারে নয়, বাড়িতে পাবেন নিখুঁত ত্বক

দ্য রিপোর্ট ডেস্ক : উজ্জ্বল, দাগছোপহীন ত্বক পেতে কে না চায় বলুন? শুধু বাধা হয়ে দাঁড়ায় সময়ের অভাব আর ত্বক পরিচর্যার পেছনে খরচ! বারবার পার্লারে দৌড়োনোটাও তেমন কাজের কথা নয়। যদি অল্প সময়ে এবং প্রায় নিখরচায় বাড়িতে বসেই পেয়ে যান আপনার যাবতীয় ত্বক সমস্যার ঝটপট সমাধান, তা কেমন হয়?

চলুন তেনই কিছু টিপস দেয়া হলো আপনার জন্য-

ব্রণ
মাঝেমধ্যেই ব্রণ ভোগায়? লালচে, ফুলে ওঠা, ব্যথাওলা ব্রণর নিমেষে সমাধান মজুত আপনার হাতের কাছেই। শুধু একটু টুথপেস্ট লাগিয়ে দিন, ব্রণ উধাও হবে, দাগছোপও থাকবে না।

ফাটা ঠোঁট
দামি লিপবাম কেনার দরকার নেই, বাড়িতে একটু চিনি আর দারচিনি বা লবঙ্গ তেল থাকলেই হবে! চিনিতে সামান্য লবঙ্গ তেল মিশিয়ে ঠোঁটে হালকা হাতে ঘষুন। যাবতীয় মৃত কোষ উঠে যাবে, উপরন্তু ঠোঁটে পাবেন স্বাভাবিক লাল টুসটুসে ভাব।

দাঁতে হলদে ছোপ
ডেন্টিস্টের কাছে গিয়ে গুচ্ছের খরচ করে স্কেলিং করাবেন কেন, যদি বাড়িতে বেকিং সোডা থাকে? টুথব্রাশ ভিজিয়ে নিয়ে তাতে লেপে দিন বেকিং সোডা আর স্বাভাবিকভাবে ব্রাশ করুন দাঁত। মুখ ধুয়ে ফেললেই দেখতে পাবেন যাবতীয় হলদে ছোপ হাওয়া!

চোখের কোলে ফোলাভাব
ফ্রিজে চার-পাঁচটা স্টিলের চামচ রেখে দিন। চোখের নিচে ফোলাভাব দেখলে ঠান্ডা চামচের উলটোপিঠটা চোখে চেপে ধরে রাখুন। কয়েকবার এমন করলেই বিদায় নেবে ফোলাভাব।

মুখে রোমের আধিক্য
দু’চাচামচ চিনি, এক চাচামচ মধু আর এক চাচামচ জল একসঙ্গে হালকা গরম করুন। ভালোভাবে মিশে গেলে ঠান্ডা হতে দিন। মুখের যে সব জায়গায় বাড়তি রোম আছে, সেখানে প্রলেপটা লেপে ওয়াক্স স্ট্রিপ দিয়ে চেপে ঢেকে দিন। শুকিয়ে টানটান লাগলে উলটোদিকে টান মেরে তুলে ফেলুন। অবাঞ্ছিত রোম উঠে ত্বক পরিষ্কার হয়ে যাবে, নরমও থাকবে।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ০১, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

লাইফস্টাইল এর সর্বশেষ খবর

লাইফস্টাইল - এর সব খবর