thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

স্বর্ণ পদক পাচ্ছে তালিকাভুক্ত ৪ কোম্পানি

২০১৮ ডিসেম্বর ০১ ১৭:৫৩:৩৯
স্বর্ণ পদক পাচ্ছে তালিকাভুক্ত ৪ কোম্পানি

দ্য রিপোর্ট প্রতিবেদক: রফতানি ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় সরকার দেশের মোট ৫৬ টি প্রতিষ্ঠানকে জাতীয় ট্রফি দেবে। এ স্বীকৃতি পাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৭ প্রতিষ্ঠান।এর মধ্যে ৪ টি কোম্পানি পাবে স্বর্ণ পদক ও বাকী ৩ টি রৌপ্য ও ব্রোঞ্জ পদক পাবে।রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে এসব তথ্য জানা গেছে।

পুঁজিবাজারে তালিকাভূক্ত যেসব কোম্পানি স্বীকৃতি পাবে সেগুলো হচ্ছে- এনভয় টেক্সটাইল, শাইনপুকুর সিরামিকস, স্কয়ার টেক্সটাইল, স্কয়ার ফার্মা। এসব প্রতিষ্ঠান পাবে স্বর্ণপদক। এছাড়া প্যারামাউন্ট টেক্সটাইল, বিএসআরএম স্টিলস পাবে রৌপ্য পদক এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড পাবে ব্রোঞ্জ পদক।

জানা গেছে, গত ২০১৫-১৬ অর্থবছরের সেরা রফতানিকারক হিসেবে মোট ৫৬ টি প্রতিষ্ঠানকে মর্যাদা দেবে সরকার। এর মধ্যে স্বর্ণপদক পাচ্ছে ২৫টি, রৌপ্যপদক ১৭টি এবং ব্রোঞ্জপদক পাবে ১৪টি প্রতিষ্ঠান। রফতানিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ শ্রেণিতে পদক দেয়া হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) যৌথ উদ্যোগে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার আনুষ্ঠানিকভাবে রপ্তানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ট্রফি তুলে দেবেন।

এবার সবচেয়ে বেশি রফতানি আয়ের দিক দিয়ে বিবেচনায় সেরা প্রতিষ্ঠানের ট্রফি পাচ্ছে জাবের অ্যান্ড জোবায়ের। স্বর্ণ পদকের তালিকায়ও রয়েছে প্রতিষ্ঠানটি।

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ছাড়াও যেসব প্রতিষ্ঠান স্বীকৃতি পাচ্ছে: হা-মীম গ্রুপের রিফাত গার্মেন্টস, স্কয়ার গ্রুপের স্কয়ার ফ্যাশনস ও নোমান টেরিটাওয়েল, সিমার্ক বিডি, উত্তরা পাট সংস্থা, আকিজ জুট মিলস, পিকার্ড বাংলাদেশ, বে-ফুটওয়্যার, মনসুর জেনারেল ট্রেডিং, প্রমি এগ্রো ফুড, রাজধানী এন্টারপ্রাইজ, কারুপণ্য রংপুর, বঙ্গ প্লাস্টিক,ইউনিগ্লোরি সাইকেল ইন্ডাস্ট্রিজ, মেরিন সেফটি সিস্টেম, সার্ভিস ইঞ্জিন, ইউনিভার্সেল জিন্স, আরএম ইন্টারলাইনিংস ও মন ট্রিমস।

রৌপ্য পদক পাবে যেসব প্রতিষ্ঠান: অনন্ত গার্মেন্টস, ফোর এইচ ফ্যাশনস, জোবায়ের স্পিনিং, জালালাবাদ ফ্রোজেন ফুডস, জনতা জুট মিলস, আরএমএম লেদার, এফবি ফুটওয়্যার, হেরিটেজ এন্টারপ্রাইজ, স্কয়ার ফুডস এন্ড বেভারেজ, ক্লাসিক্যাল হ্যান্ড মেইড বিডি, বেঙ্গল প্লাস্টিক, ইনসেপ্টা ফার্মা, গ্রাফিক পিপল, প্যাসিফিক জিনস ও ইউনিগ্লোরি পেপার এন্ড প্যাকেজিং।

ব্রোঞ্জ পদক পাবে যেসব প্রতিষ্ঠান: হা-মীম গ্রুপের দ্যাটস ইট স্পোর্টস ওয়্যার, জিএমএস কম্পোজিট, জাবের স্পিনিং মিলস, নোমান টেক্সটাইলস, কুলিয়ারচর সি ফুডস, রহমান জুট স্পিনার্স, লেদারেপ ফুটওয়্যার, আকিজ ফুটওয়্যার, সবজিআনা, কোর দি জুট ওয়ার্কস, ডিউরেবল প্লাস্টিকস, জিন্স ২০০০ ও ডিবিটেক্স।

(দ্য রিপোর্ট/এমএসআর/ডিসেম্বর ০১, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর