thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

তারকাদের নিয়ে আ’লীগের জমকালো নৈশভোজ

২০১৮ ডিসেম্বর ০২ ০৮:৪৮:৪৩
তারকাদের নিয়ে আ’লীগের জমকালো নৈশভোজ

দ্য রিপোর্ট ডেস্ক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ছোট ও বড় পর্দার তারকাদের নিয়ে নৈশভোজের জমকালো আয়োজন করল আওয়ামী লীগ।

শনিবার (১ ডিসেম্বর) রাতে রাজধানীর ওয়েস্টিন হোটেলে এ নৈশভোজের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রবীণ অভিনেতা-অভিনেত্রী ছাড়াও বর্তমান সময়ের জনপ্রিয় তারকারা।

এদিন সন্ধ্যার পর থেকেই ওয়েস্টিন হোটেলে আসতে থাকেন চিত্রনায়ক ফারুক, আলমগীর, ফেরদৌস, রিয়াজ, অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, টিভি অভিনেতা হাসান মাসুদসহ চলচ্চিত্র ও টিভি অভিনয় শিল্পীরা।

অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঘুরে ঘুরে সবার সঙ্গে মতবিনিময়ের পর সাংবাদিকদের বলেন, মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনা যারা ধারণ করে সাংস্কৃতিক অঙ্গনের এমন ব্যক্তিদের নিয়েই আজকের গেট টুগেদার। অভিনয় শিল্পী, চিত্র শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী এমন ব্যক্তিদের নিয়ে এখানে মতবিনিময় হবে।

সম্প্রতি, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের পক্ষ থেকে ঘোষণা করা হয় এবারের নির্বাচনে প্রচার-প্রচারণায় নামবে চলচ্চিত্র ও টেলিভিশনের তারকা শিল্পীরা। ধারণা করা হচ্ছে, তারই ধারাবাহিকতায় আওয়ামী লীগের এই আয়োজন।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ০২, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর