thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

রাজধানীতে ট্রেনের ধাক্কায় নিহত ২

২০১৮ ডিসেম্বর ০২ ০৯:১৯:৪৭
রাজধানীতে ট্রেনের ধাক্কায় নিহত ২

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর খিলক্ষেত এলাকায় ট্রেনের ধাক্কায় দুই ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় খিলক্ষেত ওভারব্রিজের নীচে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ইসহাক মিয়া (২৪) ও আতিকুর রহমান চৌধুরী (৪৩)। এর মধ্যে ইসহাক নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাফেজ আমির উদ্দিনের ছেলে। তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে ইলেট্রিক মিস্ত্রি হিসেবে কাজ করতেন।

আর আতিক রাজধানীর যাত্রাবাড়ীর রসুলপুর এলাকার স্থায়ী বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত আবদুর রব। আতিক একটি বেসরকারি প্রতিষ্ঠানে সহকারী ব্যবস্থাপক হিসেবে কাজ করতেন।

বিমানবন্দর রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম বলেন, ঢাকা থেকে মোহনগঞ্জগামী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই দু’জন নিহত হন। মৃতদেহ দু’টি কমলাপুর লাশঘরে রাখা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ০২, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর