thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

মুন্নীর নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই

২০১৮ ডিসেম্বর ০২ ১১:৫৭:৫১
মুন্নীর নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই

দ্য রিপোর্ট প্রতিবেদক : দুর্নীতির মামলায় যশোর-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাবিরা সুলতানা মুন্নীর কারাদণ্ড স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিতই থাকবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ।

এর ফলে সাবিরা সুলতানার নির্বাচনে প্রার্থী হওয়ার কোনো সুযোগ থাকলো না বলে জানিয়েছেন আইনজীবীরা।

রোববার (২ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সাবিরা সুলতানার পক্ষে ছিলেন অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী।

এর আগে গতকাল শনিবার সাবিরা সুলতানার কারাদণ্ডের স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার জজ আদালত।

গত ২৯ নভেম্বর যশোর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবিরা সুলতানাকে বিচারিক আদালতের দেওয়া সাজা ও দণ্ড স্থগিত করেন বিচারপতি মোহাম্মদ রইচ উদ্দিনের একক হাইকোর্ট বেঞ্চ।

পরে সাবিরা সুলতানার আইনজীবী আমিনুল ইসলাম জানান, বিচারিক আদালতের দেওয়া সাবিরা সুলতানার সাজা ও দণ্ড স্থগিত করেছেন হাইকোর্ট। এর ফলে এই আদেশের পর থেকে যারা নির্বাচনে অংশ নিতে চান তারা হাইকোর্টে সাজা বা দণ্ড স্থগিত চেয়ে আবেদন করে নির্বাচনে অংশ নিতে পারবেন।

তবে গত ২৯ নভেম্বর সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তার প্রতিক্রিয়ায় বলেন, ‘সংবিধান অনুসারে দুই বছরের অধিক সাজাপ্রাপ্ত ব্যক্তি নির্বাচনে অংশ নিতে অযোগ্য হবেন। তাই হাইকোর্টের এই একক বেঞ্চের আদেশের বিরুদ্ধে আমরা আপিলে যাব।’

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ০২, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর