thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

খালেদা জিয়ার তিন আসনেই মনোনয়নপত্র বাতিল

২০১৮ ডিসেম্বর ০২ ১৬:৩৭:২২
খালেদা জিয়ার তিন আসনেই মনোনয়নপত্র বাতিল

দ্য রিপোর্ট প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিন আসনেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

দুর্নীতির দুই মামলায় দুই বছরের অধিক সাজার কারণে প্রথমে ফেনী-১ আসেনে এবং পরে বগুড়া-৬ ও ৭ আসনে তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয় বলে জানা গেছে।

জানা গেছে, রবিবার দুপুরে বগুড়ায় মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বগুড়া-৬ ও ৭ আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ।

দুর্নীতির দুই মামলায় দুই বছরের অধিক সাজা থাকায় এই দুই আসনে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানা গেছে।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় চলতি বছরের ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন আদালত। এর পরে একই বছরের ২৯ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ড দেয় আদালত। পরবর্তীতে খালেদা জিয়াসহ তিন আসামি সাজা কমানোর আবেদন করেন। কিন্তু গত ৩০ অক্টোবর হাইকোর্ট তা খারিজ করে খালেদা জিয়ার সাজা বাড়িয়ে ১০ বছর করেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/ডিসেম্বর ০২, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর