thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

তিন মাস চীনের ওপর কোন শুল্ক আরোপ না যুক্তরাষ্ট্র

২০১৮ ডিসেম্বর ০২ ২০:২৮:০১
তিন মাস চীনের ওপর কোন শুল্ক আরোপ না যুক্তরাষ্ট্র

দ্য রিপোর্ট ডেস্ক: আলোচনা অব্যাহত রাখতে আগামী তিন মাস চীনের ওপর নতুন কোনও শুল্ক আরোপ করবে না যুক্তরাষ্ট্র।

আর্জেন্টিনায় অনুষ্ঠিত জি২০ সম্মেলন শেষে দেশটির রাজধানী বুয়েন্স আয়ার্সে এক বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি জিনপিং এই বিষয়ে সম্মত হন বলে জানিয়েছে ফ্রান্সের বার্তা সংস্থা এএফপি।

এই সম্মেলনের আগে চীনের পণ্যের ওপর শুল্ক আরোপের কথা উল্লেখ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। নতুন করে দেশটির প্রায় ২০০ বিলিয়ন ডলার মূল্যমানের পণ্যের ওপর শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করা হবে বলে হুমকি দেন তিনি।

তবে আর্জেন্টিনায় অনুষ্ঠিত ট্রাম্প-সি’র বৈঠককে ‘অত্যন্ত সফল’ উল্লেখ করে হোয়াইট হাউস জানায়, বিষয়টি আগামী ৯০ দিনের জন্য স্থগিত রাখা হচ্ছে।

এই বিষয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, চুক্তিটি দুই দেশের মধ্যে নতুন অর্থনৈতিক সংঘাত ঠেকাতে সক্ষম হবে।

প্রসঙ্গত, চলতি বছরের শুরুতে ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চীন অন্যায্য বাণিজ্য করছে। যুক্তরাষ্ট্রে বিপুল রপ্তানি করলেও চীনের বাজারে আমেরিকান পণ্য প্রবেশ সীমিত। এরপরই শুল্ক ও পাল্টা শুল্কের খেলা শুরু হয়।

গত জুলাই থেকে ২৫০ বিলিয়ন ডলারের চীনা পণ্যের ওপর শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। চীনও ১১০ বিলিয়ন যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্ক আরোপ করে পাল্টা শোধ নেয়।

(দ্য রিপোর্ট/এমএসআর/ডিসেম্বর ০২, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর