thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

ভোটের মাঠে খালেদার অনুপস্থিতি কতটা প্রভাব ফেলবে?

২০১৮ ডিসেম্বর ০৩ ১০:৪৬:২২
ভোটের মাঠে খালেদার অনুপস্থিতি কতটা প্রভাব ফেলবে?

দ্য রিপোর্ট ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার তিনটি মনোনয়নপত্রই বাতিল ঘোষণা করা হয়েছে।

দুর্নীতির দুই মামলায় সাজা হওয়ায় তিনটি আসনেই তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা।

এখন প্রশ্ন হচ্ছে-ভোটের মাঠে খালেদা জিয়ার অনুপস্থিতি কতটা প্রভাব ফেলবে? খবর- বিবিসির।

যদিও খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল হওয়ায় বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে।

তবে তারা বলছেন-খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে না পারলেও আসন্ন নির্বাচনকে তারা আন্দোলনের অংশ হিসেবেই দেখছেন। এবং ভোটের মাঠে তারা শেষ পর্যন্ত থাকতে দৃঢ়প্রতিজ্ঞ।

রোববার (২ ডিসেম্বর) ফেনী-১, বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তারা।

এসব আসনের বিএনপি নেতাকর্মীদের ভাষ্য- দলের চেয়ারপারসনের মনোনয়নপত্র বাতিল হওয়ায় তারা হতাশ হয়েছেন।

তারা মনে করেন, বাইরের খালেদা জিয়ার চেয়ে কারাগারের খালেদা জিয়া এখন অনেক বেশি শক্তিশালী। এ শক্তিটাই তারা জাতীয় নির্বাচনে কাজে লাগাতে চান।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবে না-এমনটি আগেই আঁচ করেছিলেন সবাই। তার পরও ভোটের মাঠে তার অনুপস্থিতির প্রভাব কিছুটা পড়তে পারে।

নির্বাচনে খালেদা জিয়ার অনুপস্থিতি দলে প্রভাব ফেলবে বলেও স্বীকার করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তবে খালেদা জিয়া কারাবন্দি হওয়ায় তাদের আবেগের পাশে ভোটাররা দাঁড়াবে বলে বিশ্বাস করেন তিনি।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ০৩, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর