thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

বোর্দোর বিপক্ষে পিএসজির ড্র

২০১৮ ডিসেম্বর ০৩ ১১:০২:০৪
বোর্দোর বিপক্ষে পিএসজির ড্র

দ্য রিপোর্ট ডেস্ক : নেইমার ও কিলিয়ান এমবাপ্পের গোলের পরও লিগ ওয়ানে জয় পাওয়া হলো না প্যারিস সেন্ট জার্মেইর। বোর্দোর বিপক্ষে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে টমাস টুখেলের শিষ্যরা। চলতি মৌসুমে লিগে টানা ১৪ জয়ের পর পয়েন্ট ভাগাভাগি করলো দলটি।

রোববার ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের গোলে ঠিকই প্রথমে লিড নিয়েছিল পিএসজি। দানি আলভেসের সহায়তা ৩৪ মিনিটে লিগে নিজের ১১তম গোলটি করেন তিনি। তবে বিরতির পর ৫৩ মিনিটে জিমি ব্রিয়ার গোলে সমতা পায় বোর্দো।

৬৬ মিনিটে ফরাসী তারকা এমবাপ্পে গোলের দেখা পান। ড্রাক্সলারের পাস থেকে ১২তম গোল করে শীর্ষ গোলদাতা হন তিনি। কিন্তু ৮৪ মিনিটে ফের সমতা পায় বোর্দো। ডেনমার্কের ফরোয়ার্ড আন্দ্রেয়াস কর্নিলিউস হেড দিয়ে গোল করে পিএসজির জয়ের স্বপ্নকে মাটিতে নামিয়ে দেন।

লিগে ১৫ ম্যাচে ১৪ জয় ও এক ড্রয়ে শীর্ষে থাকা পিএসজির পয়েন্ট ৪৩। ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মোঁপেলিয়ে।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ০৩, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর