thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

চট্টগ্রামে হামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত

২০১৮ ডিসেম্বর ০৪ ০৮:৪১:৫০
চট্টগ্রামে হামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত

চট্টগ্রাম প্রতিনিধি : বিদ্যুৎ কেন্দ্রের ঠিকাদারিকে কেন্দ্র করে চট্টগ্রামের পটিয়া উপজেলায় ছাত্রলীগের হামলায় নিহত হয়েছেন স্বেচ্ছাসেবক লীগের এক নেতা।

নিহত জামাল উদ্দিন মোহাম্মদ আকবর (৩৫) পটিয়ার কোলাগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন।

তিনি কোলাগাঁওয়ের ইয়াসিন আলীর ছেলে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে ইউনিয়নের কলাগাঁওটেকে এ হত্যাকাণ্ড ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পটিয়ায় একটি বিদ্যুৎ কেন্দ্রের ঠিকাদারি নিয়ে স্বেচ্ছাসেক লীগ নেতা আকবর ও ছাত্রলীগ নেতা ইয়াসিনের মধ্যে দ্বন্দ্ব চলছিল।

সোমবার রাত ৮টার দিকে বিদ্যুৎ কেন্দ্রের তেল সরবরাহকারী একটি গাড়ি আকবর আটকিয়ে রাখেন। এর জের ধরে ইয়াসিনের নেতৃত্বে শাহিনসহ বেশ কয়েকজন আকবরের ওপর হামলা করে। মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টায় আকবরের মৃত্যু হয়।

পটিয়া থানার ওসি শেখ নেয়ামত উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ০৪, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর