thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই 25, ১৭ আষাঢ় ১৪৩২,  ৫ মহররম 1447

নওগাঁয় আওয়ামী লীগ নেতা নিজ বাড়িতে খুন

২০১৮ ডিসেম্বর ০৪ ২৩:৪৫:২৪
নওগাঁয় আওয়ামী লীগ নেতা নিজ বাড়িতে খুন

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইসাহাক হোসেন (৭৫) নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত পৌঁনে ১০টার দিকে তার বাড়িতে এই ঘটনা ঘটে। এ সময় তার গাড়িচালক আহত হয়েছেন। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এই ঘটনায় আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মিদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার জানান, রাত ৯টার দিকে নির্বাচনী কাজ শেষ করে মাইক্রোবাসে করে পলিপাড়ায় নিজ বাড়িতে ফেরেন ইসাহাক হোসেন। রাত পৌঁনে ১০টার দিকে দুর্বৃত্তরা হামলা চালিয়ে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তবে কি কারণে এবং কারা তার ওপর হামলা চালিয়েছে তা তাৎক্ষণিক জানাতে পারেননি ওসি।

(দ্য রিপোর্ট/একেএমএম/ডিসেম্বর ০৪,২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর