thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

হাইকোর্টের ১৬টি বেঞ্চ পুনর্গঠন কার্যকর আজ থেকে

২০১৮ ডিসেম্বর ০৫ ০৯:২১:৫৬
হাইকোর্টের ১৬টি বেঞ্চ পুনর্গঠন কার্যকর আজ থেকে

দ্য রিপোর্ট প্রতিবেদক : সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের ১৬টি বেঞ্চ পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। মঙ্গলবার সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আজ (বুধবার) সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্টের নতুন ১৬টি বেঞ্চকে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

হাইকোর্টের পুনর্গঠিত এ ১৬ বেঞ্চের বিচারপতিরা হলেন- বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মহিউদ্দিন শামীম, বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি এসএম মজিবুর রহমান, বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি জাফর আহমেদ, বিচারপতি শেখ আবদুল আউয়াল ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী, বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এসএম মনিরুজ্জামান, বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খিজির হায়াত, বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এসএম কুদ্দুস জামান, বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও মো. মোস্তাফিজুর রহমান, বিচারপতি মো. ফারুক (এম ফারুক) ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খান, বিচারপতি এএনএম বসির উল্লাহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলাম, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও মো. জাহাঙ্গীর হোসেন, বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও মো. আতোয়ার রহমান, বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি মো. বদরুজ্জামান।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ০৫, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর