thereport24.com
ঢাকা, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১,  ২৮ জমাদিউল আউয়াল 1446

রংপুর-৫ আসনে জামায়াত নেতার মনোনয়ন গ্রহণের নির্দেশ

২০১৮ ডিসেম্বর ০৫ ১২:৩৩:২২
রংপুর-৫ আসনে জামায়াত নেতার মনোনয়ন গ্রহণের নির্দেশ

দ্য রিপোর্ট প্রতিবেদক : রংপুর-৫ আসনে জামায়াত নেতা ধানের শীষের প্রার্থী গোলাম রব্বানীর মনোনয়ন গ্রহণ ও ২৪ ঘণ্টার মধ্যে যাচাই-বাছাই শেষ করতে রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

বুধবার (৫ ডিসেম্বর) এ আদেশ দেন আপিল বিভাগ।

এর আগে সোমবার গোলাম রব্বানীর মনোনয়নপত্র গ্রহণ করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দিয়েছিলেন।

সেই সময় জামায়াত নেতা গোলাম রব্বানী সাংবাদিকদের বলেছিলেন-২৮ নভেম্বর দুপুরে তার মনোনয়নপত্র জমা দিতে তার আইনজীবী বায়েজিদ ওসমানি রংপুরের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যান।

দীর্ঘ সময় অপেক্ষায় থাকার পরও তাকে রিটার্নিং কর্মকর্তার কক্ষে ঢুকতে দেয়া হয়নি। এমনকি বিভিন্ন বিষয় নিয়ে তাকে হয়রানি করা হয়। শেষ পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণে অপারগতা জানান রিটার্নিং কর্মকর্তা।

এ বিষয়ে প্রতিকার চেয়ে শনিবার নির্বাচন কমিশনে আবেদন করেও কোনো ফল না পাওয়ায় এ রিট আবেদন করেছিলেন রব্বানী।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ০৫, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর