thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

ব্যাংকে বেবি নাজনীনের জমা ৫০ হাজার টাকা

২০১৮ ডিসেম্বর ০৬ ১৭:০৯:৫৮
ব্যাংকে বেবি নাজনীনের জমা ৫০ হাজার টাকা

নীলফামারী প্রতিনিধি: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী সঙ্গীত শিল্পী বেবি নাজনীনের কাছে বর্তমানে নগদ রয়েছে ৫ লাখ টাকা এবং ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে জমা রয়েছে ৫০ হাজার টাকা।

নীলফামারী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার বেগম নাজিয়া শিরিনের কাছে দেওয়া হলফনামায় এমন তথ্য দিয়েছেন তিনি।

নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী বেবি নাজনীন।

এছাড়া এই প্রার্থীর রয়েছে ১ লাখ টাকার স্বর্ণালংকার, ৪৫ হাজার টাকার ইলেকট্রনিক সামগ্রী, ৬৫ হাজার টাকার আসবাবপত্র এবং ৩৫ লাখ ৫ হাজার ৬শ টাকার একটি ফ্ল্যাট।

ঢাকার গুলশানে বসবাসকারীবেবি নাজনীনের বিরুদ্ধে নেই কোন ফৌজদারী মামলাও। তিনি মৃত মনসুর সরকার ও মা আবিদা মনসুরের মেয়ে।

বেবি নাজনীন ছাড়াও একই আসনে বিএনপি’র মনোনয়ন পেয়েছেন সৈয়দপুর পৌরসভার মেয়র ও সাবেক সাংসদ আমজাদ হোসেন সরকার। তবে রিটার্নিং অফিসারের কার্যালয়ে ২ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে মেয়রের পদ থেকে পদত্যাগ না করায় আমজাদ হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

(দ্য রিপোর্ট/এমএসআর/ডিসেম্বর ০৬, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর