thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

ডিএসইর বাজার মূলধন কমেছে

২০১৮ ডিসেম্বর ০৬ ১৭:২২:৪৪
ডিএসইর বাজার মূলধন কমেছে

দ্য রিপোর্ট প্রতিবেদক: এ বছরের বেশিরভাগ সময় দেশের শেয়ারবাজার পতনে রয়েছে। নভেম্বর মাসেও বেশিরভাগ কার্যদিবস পতনে ছিল শেয়ারবাজার। পতনের কারণে নভেম্বরে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন প্রায় আড়াই হাজার কোটি টাকা কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, অক্টোবরের শেষ দিন ডিএসইর বাজার মূলধন ছিল ৩ লাখ ৮৪ হাজার ১৯৭ কোটি ৮০ লাখ ১ হাজার টাকায়। নভেম্বরের শেষ দিন বাজার মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ৮১ হাজার ৭৮২ কোটি ৪৪ লাখ ৪৩ হাজার টাকায়। অর্থাৎ নভেম্বরে ডিএসইর বাজার মূলধন ২ হাজার ৩৯৭ কোটি ৩৫ লাখ ৫৮ হাজার টাকা বা ০.৬২ শতাংশ কমেছে।

নভেম্বরে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২৮১ পয়েন্টে। অক্টোবরের শেষ দিন ডিএসইএক্স ছিল ৫ হাজার ২৮৪ পয়েন্টে। এসময়ে শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়েছে। অর্থাৎ অক্টোবরের শেষ দিন শরিয়াহ সূচক ছিল ১ হাজার ২২২ পয়েন্টে। নভেম্বরের শেষ দিন শরিয়াহ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ২২৩ পয়েন্টে। আর শেষ মাসে ডিএসই-৩০ সূচক ১৭ পয়েন্ট কমেছে। অক্টোবরের শেষ দিন ডিএসই-৩০ সূচক ছিল ১ হাজার ৮৭৮ পয়েন্টে। নভেম্বরের শেষ দিন এ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৮৬১ পয়েন্টে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) নভেম্বর মাসে বাজার মূলধন ২ হাজার ৪৭৫ কোটি ৭০ লাখ ৯০ হাজার টাকা বা ০.৭৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩ লাখ ১০ হাজার ৮৭৩ কোটি ৮৭ লাখ ৩০ হাজার টাকায়। অক্টোবরের শেষ দিন সিএসইর বাজার মূলধন ছিল ৩ লাখ ১৩ হাজার ৩৪৯ কোটি ৫৮ লাখ ২০ হাজার টাকায়।

শেষ মাস অর্থাৎ নভেম্বরে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯ পয়েন্ট কমে ১৬ হাজার ১৮২ পয়েন্টে দাঁড়ায়। অক্টোবরের শেষ দিন এ সূচক ছিল ১৬ হাজার ১৯১ পয়েন্টে।

নভেম্বরে সিএসই-৩০ সূচক ২০৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৫৩ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ১৫ পয়েন্টে, সিএসসিএক্স ৬ পয়েন্ট ও সিএসআই ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১৯১, ৯ হাজার ৮১০ ও ১ হাজার ৭২ পয়েন্টে। অক্টোবর মাসের শেষ দিন সূচকগুলো ছিলো যথাক্রমে ১ হাজার ১৯৬, ৯ হাজার ৮১৬ ও ১ হাজার ৭৭ পয়েন্টে।

(দ্য রিপোর্ট/এমএসআর/ডিসেম্বর ০৬, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর