thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

 নিরাপত্তা চাইলেন ইউপিডিএফ নেতা

২০১৮ ডিসেম্বর ০৭ ০৮:৫৮:৩২
 নিরাপত্তা চাইলেন ইউপিডিএফ নেতা

খাগড়াছড়ি প্রতিনিধি : অস্ত্র ও গুলি সমর্পণ করে স্বাভাবিক জীবনে ফেরার পর নিরাপত্তা চাইলেন প্রসিত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর নানিয়ার সার্কেলের বিচার ও সাংগঠনিক পরিচালক আনন্দ চাকমা ওরফে পরিচয় চাকমা। তিনি বুধবার (৫ ডিসেম্বর) মহালছড়ি সেনা জোন কমান্ডার লে. কর্ণেল মোস্তাক এর কাছে আত্মসমর্পণ করেন। পরে বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) বিকালে আনুষ্ঠানিকভাবে খাগড়াছড়ি প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

আনন্দ চাকমা সাংবাদিকদের বলেন, ‘পাহাড়ি জনগোষ্ঠীর অধিকার, মর্যাদা, কৃষ্টি-কালচার, স্বকীয়তা রক্ষার জন্য ৩৬ বছর আগে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিতে যোগদান করি। বিগত ৪ বছর ধরে ইউপিডিএফ (প্রসিত) গ্রুফের নানিয়ারচর সার্কেলের বিচার ও সাংগঠনিক পরিচালক হিসেবে কর্মরত ছিলাম। এই দীর্ঘ জীবনে সবসময় ভয় ও আতংক নিয়ে জঙ্গলে জঙ্গলে কাটালেও প্রত্যাশিত সুখ-শান্তি পায়নি। নিজের পরিবারের সঙ্গে সময় দিতে পারিনি। পারিবারিক কোনও অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারিনি। তারপরেও পাহাড়ি জনগণের মুক্তি ও স্বাধীকার নিয়ে যে স্বপ্ন তাও পূরণ হয়নি। কারণ ইউপিডিএফ নেতারা এখন নিজেরাই শোষক, বিচারহীনতার অগ্রদুত এবং নির্যাতনকারী। তাদের কাছে আজ পাহাড়ি জাতিগোষ্ঠীই নিরাপদ নয়।’

তিনি আরও বলেন, ‘আমি স্বাভাবিক জীবনে ফিরে এসেছি। আমি সরকারের কাছ থেকে আমার ও আমার পরিবারের জীবন ও সম্পদের নিরাপত্তা চাচ্ছি।’

(দ্য রিপোর্ট/একেএমএম/ডিসেম্বর ০৭,২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর