thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

হীরক খচিত বিমান আনছে এমিরেটস এয়ারলাইন্স!

২০১৮ ডিসেম্বর ০৮ ১২:১৯:৫১
হীরক খচিত বিমান আনছে এমিরেটস এয়ারলাইন্স!

দ্য রিপোর্ট ডেস্ক : বিমানবন্দরে নামল এমিরেটস এয়ারলাইন্সের বোয়িং ‘ব্লিং৭৭৭’। বিমানটি হীরকখচিত! পুরো বিমানটির গায়ে চকচক করছে অগণিত হীরা।

ওসব হীরা থেকে উজ্জ্বল আলো ঠিকড়ে পড়ছে দর্শনার্থীদের চোখে।

গত ৪ ডিসেম্বর এমন একটি ছবি এমিরেটস এয়ারলাইন্স সংস্থা তাদের টুইটার হ্যান্ডেলে পোস্ট করে।

সেখানে দেখা যাচ্ছে বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইন্সের টার্মিনালে দাঁড়িয়ে এই হীরায় মোড়ানো বিমানটি। এর চারপাশে রয়েছে বিভিন্ন ধরনের লাগেজ এবং ট্রাক।

এটি পোস্টের পরপরই বিস্মিত নেটিজেনবিশ্ব। হীরকখচিত ঘড়ি, মোবাইল সেটের দেখা মেলেছে অনেক। কিন্তু তাই বলে আস্তো বিমান হীরা দিয়ে মুড়িয়ে দিবে!

পোস্ট হওয়া মাত্রই ভাইরাল হয়ে যায় ছবিটি। নেটিজেনদের প্রশ্ন সত্যিই কি বিমানটির গায়ে হীরা বসানো হয়েছে!

সোশ্যাল মিডিয়ায় ছবিটি ভাইরালে অনেকটাই বিব্রত হয়ে পড়ে এমিরেটস।

অথচ ছবিটির শিরোনামে লেখা ছিল - ছবিটি এডিট করেছেন সারা শাকিল নামে এক শিল্পী।

এ বিষয়ে আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজ এমিরেটস এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করলে তারা জানায়, এ ধরনের হীরক খচিত কোনো বিমান তাদের নেই। আমার ক্রিস্টাল শিল্পী সারা শাকিলের কারুকার্য খচিত একটি ছবি টুইট করেছি মাত্র।

এমন বিমানের কোনো বাস্তবতা নেই, পুরোটাই কম্পিউটার প্রযুক্তির বলে নিশ্চিত করেন তারা।

জানা গেছে, সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় এই ক্রিস্টাল শিল্পী শাকিল। ইনস্টাগ্রামে তার ফোলোয়ার সংখ্যা ৪.৮ লক্ষ।

ছবিটি এডিট করে এমিরেটস এয়ারলাইনের এই বিমানের গায়ে এমন হীরা বসিয়ে দেন পাকিস্তানের ক্রিস্টাল শিল্পী সারা শাকিল। এরপর নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন ছবিটি।

এটি দেখে এমিরেটস এয়ারলাইন সংস্থার পছ্ন্দ হয়ে যায়। শাকিলের সঙ্গে যোগাযোগ করে ছবিটি ছবিটি তাদের টুইটার হ্যান্ডেলে পোস্ট করে এমিরেটস।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ০৮, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর