thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

অনশন ভেঙে ক্লাসে ভিকারুননিসার শিক্ষার্থীরা

২০১৮ ডিসেম্বর ০৯ ১৪:৩৫:২৫
অনশন ভেঙে ক্লাসে ভিকারুননিসার শিক্ষার্থীরা

দ্য রিপোর্ট প্রতিবেদক : ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শ্রেণি শিক্ষক হাসনা হেনার মুক্তি না দেওয়া পর্যন্ত পূর্ব ঘোষিত অনশন ভেঙে ক্লাসে ফিরে গেছে শিক্ষার্থীরা।

রোববার (৯ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে শিক্ষকদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে অনশন ভেঙে ক্লাসে ফিরে যায় শিক্ষার্থীরা।

এসময় আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষকরা বলেন, আমরা আশা রাখি শিক্ষক হাসনা হেনা দুই-তিনদিনের মধ্যেই মুক্তি পাবেন। এরপর শিক্ষকরা শিক্ষার্থীদের ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অডোটিরায়ামে নিয়ে যান এবং সেখানে তাদের আইনি বিষয় বোঝান।

তবে শিক্ষক হাসনা হেনা মুক্তি না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এর আগে, রবিবার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শ্রেণি শিক্ষক হাসনা হেনার মুক্তির দাবিতে তৃতীয় দিনের মতো বিক্ষোভ করে শিক্ষার্থীরা। রবিবার সকাল ৮ থেকে বেইলি রোডে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ১ নম্বর গেটের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। এসময় বেশ কয়েকজন অভিভাবককেও তাদের সঙ্গে দেখা যায়। পরে বেলা সাড়ে ১২টার দিকে শ্রেণি শিক্ষক হাসনা হেনার মুক্তি না দেওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় শিক্ষার্থীরা।
হাসনা হেনাকে মুক্তির দাবিতে শিক্ষার্থীদের অনশন (ছবি: সাজ্জাদ হোসেন)

প্রসঙ্গত, সোমবার (৩ ডিসেম্বর) দুপুরে শান্তিনগরের নিজ বাসা থেকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রী অধিকারীর (১৫) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ওই শিক্ষার্থীর পরিবারের দাবি, অরিত্রীর বিরুদ্ধে ফাইনাল পরীক্ষায় নকলের অভিযোগ তুলে তার বাবাকে ডেকে পাঠায় স্কুল কর্তৃপক্ষ। পরে অরিত্রীর বাবাকে জানানো হয় তার মেয়েকে টিসি দেওয়া হবে। এ সময় প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপাল অরিত্রীর সামনে তার বাবাকে অপমান করেন। এ ঘটনার পর সে আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) রাজধানী পল্টন থানায় অরিত্রীর বাবা দিলীপ অধিকারী ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাজনীন ফেরদৌসসহ তিনজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলার তিন নম্বর আসামি হাসনা হেনা। বুধবার (৫ ডিসেম্বর) রাতে শিক্ষিকা হাসনা হেনাকে গ্রেফতার করা হয়।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ০৯, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর