thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

মাইলফলকের ম্যাচে মাশরাফির জোড়া আঘাত

২০১৮ ডিসেম্বর ০৯ ১৫:০৭:৫০
মাইলফলকের ম্যাচে মাশরাফির জোড়া আঘাত

দ্য রিপোর্ট ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অনন্য মাইলফলক ছুঁয়েছেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ২০০ ওয়ানডে ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন তিনি। স্মরণীয় ম্যাচে জ্বলে উঠেছেন নড়াইল এক্সপ্রেস।তার বল খেলতেই পারছেন না ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যানরা। এখন পর্যন্ত টাইগার অধিনায়কের বোলিং ফিগার-৭ ওভার, ১৪ রান, ২ উইকেট।

শুরুতেই উইকেট ভেঙেছিলেন সাকিব। এরপর উইকেট পড়ছিল না। খানিক ব্যবধানে ড্যারেন ব্রাভো ও শাই হোপকে ফিরিয়ে সফরকারীদের প্রতিরোধ ভাঙলেন মাশরাফি। প্রথমে তামিমের অনন্যাসাধারণ ক্যাচে ব্রাভোকে ফিরিয়েছিলেন তিনি। পরে একপ্রান্ত আগলে থাকা হোপকেও ফেরান ম্যাশ। মেহেদী হাসান মিরাজের ক্যাচে পরিণত করে তাকে সাজঘরের পথ ধরান তিনি। ফেরার আগে ৫৯ বলে ৩ চারে ৪৩ রান করেন ক্যারিবীয় ওপেনার।

শেষ খবর পর্যন্ত ২৭ ওভার শেষে ৩ উইকেটে ৮৫ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। অভিজ্ঞ মারলন স্যামুয়েলস ৫ রান নিয়ে ব্যাট করছেন। নতুন ব্যাটসম্যান হিসেবে তার সঙ্গে যোগ দিয়েছেন শিমরন হেটমায়ার।

২ ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশের বিপক্ষে ধবলধোলাই হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া সফরকারীরা। সেই টার্গেটে প্রথম ওয়ানডেতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস টস জিতে আগে ব্যাটিং নেন উইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েল। তবে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ক্যারিবীয়দের। মন্থর শুরুর পর দলীয় ২৯ রানে ফেরেন কাইরন পাওয়েল। তাকে রুবেল হোসেনের ক্যাচ বানিয়ে তাদের উদ্বোধনী জুটি ভাঙেন সাকিব আল হাসান।

দ্বিতীয় উইকেটে ড্যারেন ব্রাভোকে নিয়ে প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠেন শাই হোপ। দুজনের যুগলবন্দিতে এগিয়ে যেতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু হঠাৎই ছন্দপতন। খেই হারান ব্রাভো। তাকে ফেরান মাশরাফি বিন মুর্তজা।

তবে এতে তার যতটা কৃতিত্ব, তার চেয়ে বেশি অবদান ফিল্ডার তামিম ইকবালের। ম্যাশের অফস্টাম্পের বাইরে করা স্লো ডেলিভেরি উড়িয়ে মারেন ব্রাভো। বল উড়ে চলে যাচ্ছিল লং অফ দিয়ে। সুপারম্যানের মতো উড়ে এসে অনন্য দক্ষতায় সেই ক্যাচ তালুবন্দি করেন তামিম।

টেস্টের পর ওয়ানডে সিরিজেও ওয়েস্ট ইন্ডিজকে ধোলাই করতে চায় বাংলাদেশ। সেই টার্গেটে এ ম্যাচে নিজেদের সবশেষ ওয়ানডে একাদশ থেকে পাঁচটি পরিবর্তন এনেছে টিম বাংলাদেশ। অন্তর্ভুক্ত হয়েছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ ও রুবেল হোসেন। বাদ পড়েছেন মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি ও আরিফুল হক।

টেস্টে ভরাডুবির পর ওয়ানডে সিরিজ জিততে মুখিয়ে ওয়েস্ট ইন্ডিজ। এ লক্ষ্যে তারা একাদশে ফিরিয়েছেন দুই বছর পর ওয়ানডে দলে ডাক পাওয়া ড্যারেন ব্রাভোকে। জায়গা পেয়েছেন রোস্টন চেজ।

বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: কাইরান পাওয়েল, শাই হোপ, ড্যারেন ব্রাভো, মারলন স্যামুয়েলস, শিমরন হেটমায়ার, রোভম্যান পাওয়েল, রোস্টন চেজ, কিমো পল, দেবেন্দ্র বিশু, কেমার রোচ ও ওশান টমাস।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ০৯, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর