thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

স্বাগতিকদের বোলিংয়ে কোনঠাসা উইন্ডিজ

২০১৮ ডিসেম্বর ০৯ ১৬:০৮:২৯
স্বাগতিকদের বোলিংয়ে কোনঠাসা উইন্ডিজ

দ্য রিপোর্ট ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিকদের বোলিংয়ে পুরোপুরি কোনঠাসা ক্যারিবীয়রা। স্লথ গতিতে খেলতে থাকা ক্যারিবীয়রা ৪০.১ ওভারে ১৩০ রান তুলতেই ৬ উইকেট হারিয়েছে।

ওয়েস্ট ইন্ডিজ টস জিতে ব্যাটিং নিলেও তাদের রণ কৌশলে চমকে দিয়েছে বাংলাদেশ। শুরুতে দুই প্রান্ত থেকে স্পিন দিয়ে শুরু করেন মাশরাফি। মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসান শুরু করেন শুরুটা। চাপে ফেলে দেওয়ার কৌশলে শুরুতে সফলতাও দেখান। সফরকারীদের ধীর-স্থির শুরুতে ষষ্ঠ ওভারে সাকিব এলবিডাব্লিউর আবেদন করেছিলেন। কিন্তু তা আম্পয়ার নাকচ করে দেন।

অষ্টম ওভারে বাংলাদেশকে সফলতা এনে দেন সাকিব। তার বলে ঠিকমতো ব্যাটে বলে সংযোগ ঘটাতে পারেননি পাওয়েল। মেরে খেলতে গিয়ে বল আউট সাইড এজ হয়ে জমা পড়ে কাভারে থাকা রুবেল হোসেনের কাছে। পাওয়েল বিদায় নেন ১০ রানে।

৯ ওভার পর পেসার দিয়ে শুরু করে বাংলাদেশ। ক্যারিবীয়দের শুরুর ধাক্কা কাটিয়ে ওঠার পথে ১৬তম ওভারে ক্যাচের সহজ সুযোগ তৈরি করেছিলেন মোস্তাফিজ। ব্রাভো ক্যাচ তুলে দিয়েছিলেন ব্যাকওয়ার্ড পয়েন্টে থাকা আরিফুলের কাছে। সুবর্ণ সেই সুযোগ হাতছাড়া করেন তিনি।

তবে তামিম ইকবাল ভুল করেননি ২১তম ওভারে। মাশরাফির বলে ড্যারেন ব্রাভো উঠিয়ে মারলে সেই ক্যাচ ডাইভ দিয়ে দর্শনীয়ভাবে লুফে নেন বাঁহাতি ওপেনার। প্রায় দুই বছর পর ফেরা ব্রাভো ফেরেন ১৯ রান করে।

বিরতি দিয়ে ২৫তম ওভারে আবারও আঘাত হানেন মাশরাফি। শরীরের ভারসাম্য না রেখে বাইরের বল খেলতে গিয়ে শাই হোপ ধরা পড়েন মিরাজের হাতে। ধীর স্থির খেলা এই ওপেনার বিদায় নেন ৪৩ রান করে।

এরপর হেটমায়ার নামলেও বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। টেস্টে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ানো হেটমায়ার প্রথম ওয়ানডেতে ছিলেন পুরোপুরি ব্যর্থ। মিরাজের ঘূর্ণিতে পরাস্ত হয়ে বোল্ড হয়ে ফেরেন ১১ রানে।

ক্যাচ মিসের মহড়া আরও চলে ফিল্ডিংয়ে। ৩২তম ওভারে সাকিবের বলে উড়িয়ে মেরেছিলেন রোভম্যান। ক্যাচটা লুফেও নিয়েছিলেন মিড অফে থাকা রুবেল। আচমকা হাত থেকে পড়ে যায় সেই বল।

৯৩ রানে চার উইকেট পড়ে যাওয়ার পর পঞ্চম উইকেট তুলতেও খুব একটা সময় লাগেনি। ২০০তম ওয়ানডে খেলতে নামা মাশরাফি এবার রোভম্যান পাওয়েলকে ফিরিয়ে শিকার করেন তৃতীয় উইকেট। তার বলে উঠিয়ে মারতে গিয়ে ১৪ রানে বিদায় নেন ক্যারিবীয় অধিনায়ক।

অপরপ্রান্ত আগলে রেখে খেলছিলেন স্যামুয়েলস। রুবেল হোসেনের ওভারে আর থিতু হননি। রানের চাকা স্লথ হয়ে যাওয়ায় বড় শটের দিকে ঝুঁকে বসেন। তাতে ক্যাচ আউটে বিদায় নিতে হয় অভিজ্ঞ স্যামুয়েলসকে। লং অনে তার ক্যাচ নেন লিটন। স্যামুয়েলস বিদায় নেন ২৫ রানে।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ০৯, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর