thereport24.com
ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২০ জমাদিউস সানি 1446

প্রাইম লাইফের ১৫% নগদ লভ্যাংশ সুপারিশ

২০১৮ ডিসেম্বর ০৯ ২৩:০৫:৪৫
প্রাইম লাইফের ১৫% নগদ লভ্যাংশ সুপারিশ

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৭ হিসাব বছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে। এ তথ্য ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে।

আগামী ২৭ ডিসেম্বর রমনার ইস্কাটন গার্ডেনে পুলিশ কনভেনশন হলে এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৮ ডিসেম্বর ।

সর্বশেষ ২০১৬ সালের সমাপ্ত হিসাব বছরের জন্য ২৫ শতাংশ নগদ নগদ লভ্যাংশ দেয় জীবন বীমা খাতের তালিকাভুক্ত কোম্পানিটি। ২০১৫ সালের জন্য দেয় ২০ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ। ২০১৪ সালে ১৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দেয় এ কোম্পানি।

২০০৭ সালে তালিকাভুক্ত এ কোম্পানির অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ৩০ কোটি ৫২ লাখ টাকা। এর মোট শেয়ার সংখ্যা ৩ কোটি ৫ লাখ ২০ হাজার ২৩০ টি। এর মধ্যে উদ্যোক্তা পরিচালক ৩০ দশমিক ৫৬ শতাংশ, প্রতিষ্ঠান ৪৭ দশমিক ২০, বিদেশী শূন্য দশমিক ১৮ ও ২২ দশমিক শূন্য ৬ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।

(দ্য রিপোর্ট/একেএমএম/ডিসেম্বর ০৯,২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর