thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

বিক্রেতার সংকট, হল্টেড ৪ কোম্পানি

২০১৮ ডিসেম্বর ০৯ ২৩:৩৯:৫৬
বিক্রেতার সংকট, হল্টেড ৪ কোম্পানি

দ্য রিপোর্ট প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভূক্ত ৪ কোম্পানি বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে। আলোচিত সময় কোম্পানিগুলোর শেয়ার ক্রয় করতে ক্রেতা দেখা গেলেও বিক্রেতার ঘর শূণ্য ছিল। হল্টেড হওয়া কোম্পানিগুলো হলো- জুট স্পিনার্স, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, দেশ গার্মেন্টস এবং ইস্টার্ন কেবলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্যানুযায়ী, দুপুর পৌনে ১২টার দিকে জুট স্পিনার্সের ক্রেতার ঘরে ১২ হাজার ৭৮৭টি শেয়ার ১২৮.৭০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। এমনকি কোম্পানিটি আজ সার্কিট ব্রেকারও স্পর্শ করেছে। এ সময় কোম্পানির শেয়ার দর ১০ শতাংশ বা ১১.৭০ টাকা বেড়ে সর্বশেষ ১২৮.৭০ টাকায় লেনদেন হয়।

দেশবন্ধু গার্মেন্টেসের ক্রেতার ঘরে ৩৫ হাজার ৯৩০টি শেয়ার ২২৬.৫০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। এ সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২২৬.৫০ টাকায় লেনদেন হয়। এ সময় কোম্পানির ১ লাখ ২৩ হাজার ৪১১ টি শেয়ার ১ হাজার ১৯৮ বার হাত বদল হয়। যার বাজার মুল্য ২ কোটি ৭২ লাখ ৬৫ হাজার।

ইস্টার্ন কেবলসের ক্রেতার ঘরে ৪৮২টি শেয়ার ২৪১.৫০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। এ সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৪১.৫০ টাকায় লেনদেন হয়। এ সময় কোম্পানির ৪৫ হাজার ৫২০ টি শেয়ার ৩৭৯ বার হাত বদল হয়। যার বাজার মুল্য ১ কোটি ৩০ লাখ ৯২ হাজার।

অলটেক্স ইন্ডাস্ট্রিজের ক্রেতার ঘরে ২ লাখ ৯৯ হাজার ১১৪টি শেয়ার ১২.২০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। এ সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১২.২০ টাকায় লেনদেন হয়। এ সময় কোম্পানির ১১ লাখ ৪০ হাজার ৫ টি শেয়ার ৩০৭ বার হাত বদল হয়। যার বাজার মুল্য ১ কোটি ৩৯ লাখ ২০ হাজার।

(দ্য রিপোর্ট/একেএমএম/ডিসেম্বর ০৯,২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর