thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

মাধবপুরে টেক্সটাইল মিলের গুদামে আগুন

২০১৮ ডিসেম্বর ১১ ১০:৩২:৪০
মাধবপুরে টেক্সটাইল মিলের গুদামে আগুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার নয়াপাড়ায় সায়হাম টেক্সটাইল মিলের গুদামে আগুন লেগেছে।

সোমবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে। সকাল সাড়ে ৮টায় শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

সায়হাম টেক্সটাইল মিলের প্রকৌশলী রেজা আহমেদ জানান, রাত ২টার দিকে হঠাৎ তারা দেখতে পান গোডাউনে আগুন লেগেছে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে।

প্রথমে তারা নিজেরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিস টিম আসে। পরে একে একে তাদের সঙ্গে এসে যোগ দেয় শায়েস্তাগঞ্জ, চুনারুঘাট, হবিগঞ্জ, মৌলভীবাজার, শ্রীমঙ্গল ও সিলেট ফায়ার সার্ভিসের টিম।

সকাল সাড়ে ৮টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত করে তিনি বলতে পারেননি।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ১১, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর