thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

বিক্রেতা সংকটে হল্টেড ৩ কোম্পানি

২০১৮ ডিসেম্বর ১১ ২৩:৪৭:৪৫
বিক্রেতা সংকটে হল্টেড ৩ কোম্পানি

দ্য রিপোর্ট প্রতিবেদক : মঙ্গলবার (১১ ডিসেম্বর) লেনদেনের শুরুতেই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩ কোম্পানির শেয়ারে বিক্রেতা শূণ্য হয়ে গেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি ৩টি হলো :অলটেক্স ইন্ডাস্ট্রিজ, তুংহাই নিটিং এবং ভিএফএস থ্রেড ডাইং।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার অলটেক্সের ক্লোজিং শেয়ার দর ছিল ১৩.৪০ টাকা। তবে মঙ্গলবার কোম্পানিটির শেয়ার লেনদেন ১৪.৭০ টাকা দিয়ে শুরু হয়। এক্ষেত্রে কোম্পানিটির শেয়ার দিনের সর্বোচ্চ ১০ শতাংশ দর বৃদ্ধি পায়। তারপরেও লেনদেনের কিছুক্ষনের মধ্যেই কোম্পানিটির শেয়ারে বিক্রেতা শূণ্য হয়ে পড়েছে। সর্বশেষ কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ১৪.৭০ টাকা। এ সময় পর্যন্ত কোম্পানিটির শেয়ার দর ১ টাকা বা ৯.৭০ শতাংশ বেড়েছে। কোম্পানিটির মোট ১ লাখ ৮৬ হাজার ৬৭১টি শেয়ার ৬২ বার হাত বদল হয়েছে। শেয়ারগুলোর মোট মূল্য দাঁড়ায় ২৭ লাখ ৪৪ হাজার টাকা।

সোমবার তুংহাই নিটিংয়ের শেয়ার দর ছিল ৫.২০ টাকা। তবে মঙ্গলবার কোম্পানিটির শেয়ার লেনদেন ৫.৩০ টাকা দিয়ে শুরু হয়। এক্ষেত্রে কোম্পানিটির শেয়ার দিনের সর্বোচ্চ ১০ শতাংশ দর বৃদ্ধি পায়। তারপরেও লেনদেনের কিছুক্ষনের মধ্যেই কোম্পানিটির শেয়ারে বিক্রেতা শূণ্য হয়ে পড়েছে। সর্বশেষ কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ৫.৭০ টাকা। এ সময় পর্যন্ত কোম্পানিটির শেয়ার দর ০.৫০ টাকা বা ৯.৬১ শতাংশ বেড়েছে। কোম্পানিটির মোট ৩ লাখ ৯০ হাজার ৪২১টি শেয়ার ১৯৬ বার হাত বদল হয়েছে। শেয়ারগুলোর মোট মূল্য দাঁড়ায় ২১ লাখ ৯৯ হাজার টাকা।

গতকাল ভিএফএস থ্রেড ডাইংয়ের শেয়ার দর ছিল ৫৮.৩০ টাকা। তবে মঙ্গলবার কোম্পানিটির শেয়ার লেনদেন ৫৯.৫০ টাকা দিয়ে শুরু হয়। এক্ষেত্রে কোম্পানিটির শেয়ার দিনের সর্বোচ্চ ১০ শতাংশ দর বৃদ্ধি পায়। তারপরেও লেনদেনের কিছুক্ষনের মধ্যেই কোম্পানিটির শেয়ারে বিক্রেতা শূণ্য হয়ে পড়েছে। সর্বশেষ কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ৬৩.৬০ টাকা। এ সময় পর্যন্ত কোম্পানিটির শেয়ার দর ৫.৩০ টাকা বা ৯.৬০ শতাংশ বেড়েছে। কোম্পানিটির মোট ২২ লাখ ৬৭ হাজার ৩২১টি শেয়ার ১ হাজার ১৯৩ বার হাত বদল হয়েছে। শেয়ারগুলোর মোট মূল্য দাঁড়ায় ১৪ কোটি ১৬ লাখ ৯৮ হাজার টাকা।

(দ্য রিপোর্ট/একেএমএম/ডিসেম্বর ১১,২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর