thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

ইস্টার্ন ব্যাংকের বন্ড অনুমোদন

২০১৮ ডিসেম্বর ১২ ০০:০৬:২৫
ইস্টার্ন ব্যাংকের বন্ড অনুমোদন

দ্য রিপোর্ট প্রতিবেদক : ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইস্যুয়ার) ৫০০ কোটি টাকার Floating Rate Non-convertible Subordinated Bond এর প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার বিএসইসির ৬৬৮তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।


সিন্ধান্তে বলা হয়েছে, বন্ডগুলোর মেয়াদ হবে ৭ বছর। এই বন্ডের বৈশিষ্ট্য হচ্ছে Floating Rate, Non-convertible, Fully redeemable, Unsecured, Unlisted subordinated bond। বন্ডটি ৭ বছর পূর্ণ অবসায়ন হবে। যা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানসমূহ, ইন্স্যুরেন্স কোম্পানিসমূহ, বৈদেশিক উন্নয়নমূলক আর্থিক প্রতিষ্ঠানসমূহ (Offshore Development Financial Institutions) এবং কর্পোরেট প্রতিষ্ঠানসমূহকে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।

উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে ইস্টার্ন ব্যাংক লিমিটেড Tier-II Caoital Base শক্তিশালী করবে।

বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা। এই বন্ডের ট্রাস্টি এবং ম্যানডেটেড লিড অ্যারেঞ্জার হিসাবে যথাক্রমে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড এবং ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেড কাজ করছে।


(দ্য রিপোর্ট/একেএমএম/ডিসেম্বর ১১,২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর