thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

২০১৮ ডিসেম্বর ১২ ০৯:২০:০৮
ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে বাসচাপায় অটোরিকশা যাত্রী স্বামী ও স্ত্রীর নিহত হয়েছেন।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) রাতে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বিষ্ণুপদ দেব (৬৮) ও তার স্ত্রী অঞ্জু রানী দাস (৬০)। তারা জেলা শহরের পাইকপাড়ার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে বিয়ের দাওয়াত খেয়ে অটোরিকশায় করে ও দম্পতি বাড়ি ফিরছিলেন। পথে সুহিলপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা তিশা পরিবহনের একটি বাস তাদের অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খাটিহাতা হাইওয়ে থানার ওসি হোসেন সরকার জানান, নিহতদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ১২, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর