thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

সালাহর গোলে দ্বিতীয় রাউন্ডে লিভারপুল

২০১৮ ডিসেম্বর ১২ ০৯:৫২:৪২
সালাহর গোলে দ্বিতীয় রাউন্ডে লিভারপুল

দ্য রিপোর্ট ডেস্ক : দেয়ালে পিঠ ঠেকেছিল লিভারপুলের। চ্যাম্পিয়নস লিগের নকআউটপর্বে খেলতে হলে জয়ের বিকল্প ছিল না। বাঁচামরার সেই ম্যাচে জ্বলে উঠলেন তুরুপের তাস মোহামেদ সালাহ। শুরু থেকে শেষ পর্যন্ত আলো ছড়ালেন তিনি। তার গোলে নাপোলিকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে অলরেডরা।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) রাতে অ্যানফিল্ডে নাপোলিকে আতিথ্য দেয় লিভারপুল। শুরু থেকে অতিথিদের চাপে রাখে স্বাগতিকরা। তবে গোলের দেখা মিল ছিল না। অপেক্ষার পালা শেষ হয় ৩৪ মিনিটে। জেমস মিলনারের পাস ধরে গোলরক্ষকের দুপায়ের ফাঁক দিয়ে বল জালে জড়ান সালাহ। দারুণ ছন্দে আছেন তিনি। শনিবার লিগে বোর্নমাউথের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন মিসরীয় রাজা।

এবারের চ্যাম্পিয়নস লিগে সালাহর এটি তৃতীয় গোল। মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩তম। শেষ পর্যন্ত ১-০ ব্যবধান নিয়ে বিরতিতে যায় দুদল।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আক্রমণের ধারা সচল রাখে লিভারপুল। এ অর্ধে বেশ কটি দারুণ সুযোগও পায় অলরেডরা। তবে গোলমুখ খুলতে পারেনি। নাপোলিও কোনো সুযোগ সৃষ্টি করতে পারেনি। আসলে দ্য ব্লুজদের কোনো সুযোগ দেননি লিভারপুল রক্ষণসেনারা। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।

এ জয়ে ইউরোপসেরা টুর্নামেন্টের শেষ ষোলোতে উঠে গেল লিভারপুল। আর হারে ইউরোপা লিগে নেমে গেল নাপোলি।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ১২, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর