thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

ফরিদপুরে নির্বাচনী সংঘাতে আ’লীগ নেতা নিহত

২০১৮ ডিসেম্বর ১২ ১০:০৭:৩২
ফরিদপুরে নির্বাচনী সংঘাতে আ’লীগ নেতা নিহত

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভোট নিয়ে বিবাদের জের ধরে ইউসুফ আল মামুন (৪০) নামে এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বিএনপি সমর্থক মজিদ ও আজিজকে এ হত্যাকাণ্ডে অভিযুক্ত করা হচ্ছে।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) রাতে সদরের নর্থচ্যানেল ইউনিয়নের গোয়ালডাঙ্গি এলাকার একটি চায়ের দোকানে এ হত্যাকাণ্ড ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও সরকার নিয়ে কথা কাটাকাটির জের ধরে আল মামুনকে প্রথমে মারধর করেন বিএনপি সমর্থক মজিদ ও আজিজ। এরপর দোকানের ঝাপের লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে জখম করা হয় তাকে। আশঙ্কাজনক অবস্থা আল মামুনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আল মামুন সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়ন আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক এবং ফরিদপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগ প্রার্থী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের কর্মী ছিলেন।

এ ঘটনায় স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লালন ফকিরও গুরুতর আহত হয়েছেন। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ১২, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর