thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

রাজধানীতে পানির ট্যাংকে পড়ে ২ শিশুর মৃত্যু

২০১৮ ডিসেম্বর ১২ ১১:০৭:০৫
রাজধানীতে পানির ট্যাংকে পড়ে ২ শিশুর মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুরে বাড়ির পানির ট্যাংকে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা উদ্যানের বি-ব্লকের ২ নম্বর সড়কের সেলিম মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিব (৪) ওই বাড়ির মোস্তফা হোসেনের ছেলে ও মারিয়া (৩) মনির মৃধার মেয়ে। তাদের গ্রামের বাড়ি ভোলায়।

মোহাম্মদপুর থানার ওসি শরিফুল ইসলাম (অপারেশন্স) বলেন, শিশু দুটি বিকাল ৩টার দিকে বাসার সামনে খেলছিল। তখন হয়তো বাসার সামনে পানির ট্যাংকে পড়ে যায়। তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে অভিভাবকরা খুঁজতে থাকেন। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে সন্ধ্যার দিকে তারা তাদের বাড়ির পানির ট্যাংকে দেখতে পান। তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ১২, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর