thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

বিএনপি নেতা দুলু গ্রেফতার

২০১৮ ডিসেম্বর ১২ ১২:১৯:৪৬
বিএনপি নেতা দুলু গ্রেফতার

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে শেরেবাংলা নগর থানায় নাশকতার একটি মামলায় গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১২ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর গুলশানের বাসা থেকে তাকে ডিবি পরিচয়ে আটক করা হয় বলে বিএনপির এক সূত্রে জানা গেছে।

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার মো. মাহবুব আলম বিয়ষটি নিশ্চিত করে জানান, তার (দুলু) বিরুদ্ধে একটি মামলায় আদালতের ওয়ারেন্ট থাকায় বিএনপি নেতা দুলুকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে মঙ্গলবার রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মনোনয়নপত্র গ্রহণ করতে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত চেয়ে আপিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। আপিল বিভাগের চেম্বার জজ আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

গত সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাদের প্রার্থিতা গ্রহণ করতে নির্বাচন কমিশনকে আদেশ দেন।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ১২, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর