thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

এসিআই ফরমুলেশনের ৩৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

২০১৮ ডিসেম্বর ১২ ১২:৩৮:৫৫
এসিআই ফরমুলেশনের ৩৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

দ্য রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসিআই ফরমুলেশন লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছে। এরপুরোটাই নগদ।

বুধবার (১২ ডিসেম্বর) রাজধানীর বেইলি রোডে অবস্থিত অফিসার্স ক্লাবে ২২তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই লভ্যাংশ অনুমোদন করেছে কোম্পানিটির শেয়ারহোল্ডারবৃন্দ।

৩০ জুন, ২০১৮ সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। আলোচিত বছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) গত বছর থেকে ৩ টাকা ১৫ পয়সা কমে দাড়িয়েছে হয়েছে ২ টাকা ৬৬ পয়সা। গত বছর এর পরিমাণ ছিল ৫ টাকা ৮১ পয়সা। এদিকে শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য গত বছর থেকে ১ টাকা ১০ পয়সা কমে দাঁড়িয়েছে ৫৪ টাকা ৩৫ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ৫৫ টাকা ৪৫ পয়সা।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোঃ আনিস উদ দৌলা। এছাড়াও উপস্থিত ছিলেন, কোম্পানির ব্যাবস্থাপনা পরিচালক মোসাঃ শুসমিতা আনিস, পরিচালক আরিফ দৌলা, একেএম ফারিজুল হক চৌধুরি, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর কামরান তানভির প্রমুখ।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ১২, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর