thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

গোলাম মাওলা রনির বিরুদ্ধে পটুয়াখালীতে ঝাড়ু মিছিল

২০১৮ ডিসেম্বর ১২ ২১:৫২:৫৬
গোলাম মাওলা রনির বিরুদ্ধে পটুয়াখালীতে ঝাড়ু মিছিল

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপায় বিএনপির প্রার্থী গোলাম মাওলা রনির বিরুদ্ধে সর্বস্তরের বিক্ষুব্ধ নাগরিক সমাজের ব্যানারে ঝাড়ু মিছিল হয়েছে।

বুধবার বিকেলে উপজেলা শহরের পৌর মঞ্চ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। মোনাফেকের আস্তানা গলাচিপায় হবেনা- বলে বিভিন্ন শ্লোগান দেয় মিছিলকারীরা।

প্রসঙ্গত, ২০০৮ সালে গোলাম মাওলা রনি নৌকা প্রতীক নিয়ে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে সংসদ নির্বাচিত হয়েছিলেন। এবার নৌকা প্রতীক না পেয়ে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করায় ক্ষোভ প্রকাশ করেন তারা। এদিকে আজ প্রথম এলাকায় নির্বাচনী প্রচারণায় এসেছেন গোলাম মাওলা রনি।

(দ্য রিপোর্ট/একেএমএম/ডিসেম্বর ১২,২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর