thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

সিএসকেএ মস্কোর কাছে হারলো রিয়াল

২০১৮ ডিসেম্বর ১৩ ১০:১৯:২৬
সিএসকেএ মস্কোর কাছে হারলো রিয়াল

দ্য রিপোর্ট ডেস্ক : মৌসুমের শুরুটা বাজে করার পর জয়ের ধারায় ফেরার ইঙ্গিত দিয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে তা আভাসই হয়ে থাকছে। ফের হারের তিক্ত স্বাদ নিল স্প্যানিশ জায়ান্টরা। নিজেদের দুর্গে তুলনামূলক খর্বাশক্তির সিএসকেএ মস্কোর বিপক্ষে স্রেফ উড়ে গেছে তারা। চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বে রুশ দলটির কাছে ৩-০ গোলে হেরেছে লসব্লাঙ্কোরা।

প্রথম লেগে নিজেদের ঘরে রিয়ালের বিপক্ষে ১-০ গোলে জিতেছিল সিএসকেএ মস্কো। সেই আত্মবিশ্বাস নিয়ে ফিরতি পর্বে বুধবার রাতে প্রতিপক্ষের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে খেলতে নামে রেড ব্লুজরা। শুরুতেই স্বাগতিকদের ওপর ঝাঁপিয়ে পড়ে তারা। তবে গোলের দেখা মিলছিল না। অপেক্ষার পালা শেষ হয় ৩৭ মিনিটে। ডি-বক্সে আর্নর সিগুর্দসনের বাড়ানো বল ধরে এক ঝটকায় ডিফেন্ডারকে কাটিয়ে জোরালো শটে নিশানাভেদ করেন ফিওদোর চালোভ।

এর পর রিয়াল শিবিরে শুধুই আতঙ্ক ছড়িয়েছে মস্কো। ৪৩ মিনিটে ফের নিশানাবাজি করেন অতিথিরা। দুর্দান্ত ভলিতে বল ঠিকানায় পাঠিয়ে বার্নাব্যুকে স্তব্ধ করে দেন শেনিকভ। ২-০ গোলের ব্যবধান নিয়ে বিরতিতে যায় তারা।

আগেই নকআউটপর্ব নিশ্চিত হওয়ায় এদিন শুরুর একাদশে লুকা মদরিচ, গ্যারেথ বেল, টুনি ক্রসকে খেলাননি সান্তিয়াগো সোলারি। দ্বিতীয়ার্ধের শুরুতে বেনজেমাকে বসিয়ে বেল এবং কিছুক্ষণ পর মার্কোস লরেন্তেকে তুলে ক্রুসকে নামান তিনি। তাতেও কোনো লাভ হয়নি।

অধিকাংশ সময় বল নিয়ন্ত্রণে রাখলেও ফের গোল হজম করতে হয় রিয়ালকে। ৭৩ মিনিটে ডি-বক্সে সতীর্থের বাড়ানো বল ধরে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন সিগুর্দসন। এতে অসাধারণ জয় নিশ্চিত হয় মস্কোর।

দুর্দান্ত এ জয়ের পরও ইউরোপ মঞ্চ থেকে ছিটকে পড়েছে ভিক্টর গোনছারেঙ্কোর শিষ্যরা। তবে ঠিকই রিয়ালকে লজ্জা দিয়েছে তারা। ইতিহাসে ঘরের মাঠে ইউরোপসেরা টুর্নামেন্টে মাদ্রিদের দলটিকে সবচেয়ে বড় হারের বিব্রতকর স্বাদ দিয়েছে মস্কো।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ১৩, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর